বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে উটপাখির বাচ্চা ফুটেছে। নির্ধারিত বেষ্টনীর ভিতরে দ্বিতীয়বারের মতো পার্কে উটপাখি বাচ্চা দিয়েছে। গতকাল রাতে বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষ বিষয়টি জানান। গতকাল ভোরে উটপাখির বাচ্চাটি তত্ত্বাবধায়ক নিখিল চন্দ্রের দৃষ্টিতে আসে। পরে দ্রুত মা উট পাখি ও বাচ্চাকে আলাদা করে পর্দা দিয়ে ঘিরে রাখা হয়। কর্তৃপক্ষ জানায়, বালুময় বিস্তীর্ণ মরুভূমি অঞ্চলের প্রাণী উট পাখির ডিম থেকে বাচ্চা ফুটেছে গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। সমতল ভূমিতে উড়তে না পারা সবচেয়ে বড় পাখি হলো উট পাখি। বাংলাদেশে প্রাকৃতিক পরিবেশে ডিম থেকে উট পাখির বাচ্চা ফোটা বিরল ঘটনা। পার্ক কর্তৃপক্ষ বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, নির্ধারিত বেষ্টনীতে ছয়টি উটপাখি রয়েছে। ভিতরে ছড়ানো ছিটানো বেশ কিছু ডিম পড়ে রয়েছে। আরও কিছু ডিমে পালা করে তা দিচ্ছে নারী ও পুরুষ উটপাখি। দায়িত্বে থাকা কর্মকর্তা নিখিল চন্দ্র জানান, গতকাল ভোরে বেষ্টনীর কাছে দেখতে পাই একটি ডিম নিয়ে মা পাখি বেশি নাড়াচাড়া করছে। কাছে গিয়ে একটি বাচ্চা চোখে পড়ে। প্রায় দেড় মাস আগে ১৫টি ডিম নিয়ে পুরুষ ও নারী উট পাখি ডিমে তা দিয়ে একটি বাচ্চা ফুটিয়েছে গতকাল। আরও কয়েকটি বাচ্চা ফুটবে বলেও আশা প্রকাশ করেন বিশেষজ্ঞরা। পার্ক সূত্র জানায়, ২০১৩ সালের ২১ জুন ও ৩০ জুন সুদূর আফ্রিকা থেকে ফ্যালকন ট্রেডার্সের মাধ্যমে ক্রয় করা হয় ছয়টি উট পাখি। পরে ইমু পাখির বেষ্টনীর দক্ষিণ পাশের বেষ্টনীতে রাখা হয় উট পাখিগুলো। এর মধ্যে বেশ কয়েকবার ডিম দিলেও বাচ্চা ফোটেনি। এ পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার আনিসুর রহমান জানান, আকারে সবচেয়ে বড় উট পাখি ক্যাটিভে (আবদ্ধ স্থান) অবস্থায় ৬০ বছর বেঁচে থাকে। আর নেচারে (প্রকৃতিতে) বাঁচে ৪০-৪৫ বছর। এদের ওজন হয় প্রায় ৬৩ কেজি থেকে ১৪৫ কেজি পর্যন্ত। তবে পুরুষ পাখির ওজন ১১৫ কেজি ও নারী পাখির ওজন ১০০ কেজি হয়ে থাকে। এরা ঘণ্টায় ৭০ কি.মি. গতিতে দৌড়াতে পারে। এদের ডিমও আকারে সবচেয়ে বড় হয়ে থাকে। পুরুষ পাখির শরীর কালো রং আর লেজ সাদা রঙের হয়ে থাকে। নারী পাখির সারা শরীরই ধূসর বাদামি রঙের হয়ে থাকে। সাহারা উত্তর, দক্ষিণ ও পূর্ব আফ্রিকা আঞ্চলে পাওয়া যায় উট পাখি।
শিরোনাম
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৭৯২
- বিদেশি অপরাধী ঠেকাতে থাইল্যান্ডে ভিসা যাচাইয়ে নতুন কড়াকড়ি
- জলবায়ু পরিবর্তনে ক্ষতিপূরণের দাবিতে বলেশ্বর নদীতে নৌ-র্যালি
- আওয়ামী লীগের যেকোনো কর্মকাণ্ড অপরাধ বলে গণ্য হবে : অ্যাটর্নি জেনারেল
- একাত্তরের মতো জুলাইকে নিয়ে একটা শ্রেণি ব্যবসা শুরু করেছে : শিবির সভাপতি
- আশুগঞ্জে ১২০ কেজি গাঁজাসহ পাচারকারী গ্রেফতার, পিকআপ জব্দ
- সাংবাদিকদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে: মুন্সীগঞ্জে ফারুক ওয়াসিফ
- কোনো অপশক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না : আইজিপি
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে রদবদল
- জনগণকে যারা বাদ দিয়েছে, তারাই আজ জনগণ থেকে বিচ্ছিন্ন : খোকন
- রূপগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
- লকডাউন আর বেহেশতের টিকিট বিলিকারীদের মধ্যে সম্পর্ক আছে : এ্যানী
- ৫০০ মিটার সেতুর অভাবে তিন জেলার মানুষের ভোগান্তি
- নির্বাচন ঘিরে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু
- নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা-র্যালি
- হুথিদের হামলা বন্ধের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের
- নির্বাচিত সরকার ভোলার গ্যাস সমস্যার সমাধান করবে : শিল্প উপদেষ্টা
- ৭৭ বছরে পা দিলেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস
- আজ থেকে সীমিত পরিসরে নতুন ইউনিফর্মে পুলিশ
প্রকৃতি
উটপাখির ঘরে নতুন অতিথি
মোস্তফা কাজল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর