বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে উটপাখির বাচ্চা ফুটেছে। নির্ধারিত বেষ্টনীর ভিতরে দ্বিতীয়বারের মতো পার্কে উটপাখি বাচ্চা দিয়েছে। গতকাল রাতে বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষ বিষয়টি জানান। গতকাল ভোরে উটপাখির বাচ্চাটি তত্ত্বাবধায়ক নিখিল চন্দ্রের দৃষ্টিতে আসে। পরে দ্রুত মা উট পাখি ও বাচ্চাকে আলাদা করে পর্দা দিয়ে ঘিরে রাখা হয়। কর্তৃপক্ষ জানায়, বালুময় বিস্তীর্ণ মরুভূমি অঞ্চলের প্রাণী উট পাখির ডিম থেকে বাচ্চা ফুটেছে গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। সমতল ভূমিতে উড়তে না পারা সবচেয়ে বড় পাখি হলো উট পাখি। বাংলাদেশে প্রাকৃতিক পরিবেশে ডিম থেকে উট পাখির বাচ্চা ফোটা বিরল ঘটনা। পার্ক কর্তৃপক্ষ বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, নির্ধারিত বেষ্টনীতে ছয়টি উটপাখি রয়েছে। ভিতরে ছড়ানো ছিটানো বেশ কিছু ডিম পড়ে রয়েছে। আরও কিছু ডিমে পালা করে তা দিচ্ছে নারী ও পুরুষ উটপাখি। দায়িত্বে থাকা কর্মকর্তা নিখিল চন্দ্র জানান, গতকাল ভোরে বেষ্টনীর কাছে দেখতে পাই একটি ডিম নিয়ে মা পাখি বেশি নাড়াচাড়া করছে। কাছে গিয়ে একটি বাচ্চা চোখে পড়ে। প্রায় দেড় মাস আগে ১৫টি ডিম নিয়ে পুরুষ ও নারী উট পাখি ডিমে তা দিয়ে একটি বাচ্চা ফুটিয়েছে গতকাল। আরও কয়েকটি বাচ্চা ফুটবে বলেও আশা প্রকাশ করেন বিশেষজ্ঞরা। পার্ক সূত্র জানায়, ২০১৩ সালের ২১ জুন ও ৩০ জুন সুদূর আফ্রিকা থেকে ফ্যালকন ট্রেডার্সের মাধ্যমে ক্রয় করা হয় ছয়টি উট পাখি। পরে ইমু পাখির বেষ্টনীর দক্ষিণ পাশের বেষ্টনীতে রাখা হয় উট পাখিগুলো। এর মধ্যে বেশ কয়েকবার ডিম দিলেও বাচ্চা ফোটেনি। এ পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার আনিসুর রহমান জানান, আকারে সবচেয়ে বড় উট পাখি ক্যাটিভে (আবদ্ধ স্থান) অবস্থায় ৬০ বছর বেঁচে থাকে। আর নেচারে (প্রকৃতিতে) বাঁচে ৪০-৪৫ বছর। এদের ওজন হয় প্রায় ৬৩ কেজি থেকে ১৪৫ কেজি পর্যন্ত। তবে পুরুষ পাখির ওজন ১১৫ কেজি ও নারী পাখির ওজন ১০০ কেজি হয়ে থাকে। এরা ঘণ্টায় ৭০ কি.মি. গতিতে দৌড়াতে পারে। এদের ডিমও আকারে সবচেয়ে বড় হয়ে থাকে। পুরুষ পাখির শরীর কালো রং আর লেজ সাদা রঙের হয়ে থাকে। নারী পাখির সারা শরীরই ধূসর বাদামি রঙের হয়ে থাকে। সাহারা উত্তর, দক্ষিণ ও পূর্ব আফ্রিকা আঞ্চলে পাওয়া যায় উট পাখি।
শিরোনাম
- নাইজেরিয়ায় খ্রিস্টানদের অস্তিত্ব হুমকির মুখে, বললেন ট্রাম্প
- সুদানের এল-ফাশেরে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ
- ক্যালিফোর্নিয়া মিউজিয়াম থেকে হাজারের বেশি ঐতিহাসিক নিদর্শন চুরি
- কেন বাংলাদেশ-নেপাল- শ্রীলঙ্কায় সরকার পতন, যা বললেন অজিত দোভাল
- মার্কিন আগ্রাসন ঠেকাতে রাশিয়া–চীন–ইরানের দ্বারে মাদুরো
- ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল, দেহে নির্যাতনের চিহ্ন
- ভেনেজুয়েলায় হামলা নিয়ে ট্রাম্পের সুর বদল
- ইউক্রেইনকে টমাহক ক্ষেপণাস্ত্র পাঠানোর সবুজ সংকেত দিল পেন্টাগন
- ইউক্রেনে যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র-চীন একসঙ্গে কাজ করবে: ট্রাম্প
- পর্তুগালে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন
- একাত্তরের পরাজিত শত্রুরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: সেলিমুজ্জামান
- বগুড়ায় বিএফএ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিদ্যুৎ বয়েজ ক্লাব
- ধূসর হয়ে পড়েছে যে স্বপ্ন
- সংকোচনমুখী মুদ্রানীতি বিপর্যয়ে বেসরকারি খাত
- গণভোট নয়, সুষ্ঠু নির্বাচনই দেশের একমাত্র প্রয়োজন: তৃপ্তি
- সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু
- হিন্দুদের কিছু হবার আগে আমি ঢাল হয়ে দাঁড়াবো: টুকু
- প্রেজেন্টেশন বানিয়ে দেবে গুগলের জেমিনাই
- জুভেন্টাসের কোচের দায়িত্ব পেলেন স্পালেত্তি
- শিরোনামহীনের নতুন গান ‘ক্লান্ত কফিশপ’
প্রকৃতি
উটপাখির ঘরে নতুন অতিথি
মোস্তফা কাজল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর