বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে উটপাখির বাচ্চা ফুটেছে। নির্ধারিত বেষ্টনীর ভিতরে দ্বিতীয়বারের মতো পার্কে উটপাখি বাচ্চা দিয়েছে। গতকাল রাতে বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষ বিষয়টি জানান। গতকাল ভোরে উটপাখির বাচ্চাটি তত্ত্বাবধায়ক নিখিল চন্দ্রের দৃষ্টিতে আসে। পরে দ্রুত মা উট পাখি ও বাচ্চাকে আলাদা করে পর্দা দিয়ে ঘিরে রাখা হয়। কর্তৃপক্ষ জানায়, বালুময় বিস্তীর্ণ মরুভূমি অঞ্চলের প্রাণী উট পাখির ডিম থেকে বাচ্চা ফুটেছে গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। সমতল ভূমিতে উড়তে না পারা সবচেয়ে বড় পাখি হলো উট পাখি। বাংলাদেশে প্রাকৃতিক পরিবেশে ডিম থেকে উট পাখির বাচ্চা ফোটা বিরল ঘটনা। পার্ক কর্তৃপক্ষ বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, নির্ধারিত বেষ্টনীতে ছয়টি উটপাখি রয়েছে। ভিতরে ছড়ানো ছিটানো বেশ কিছু ডিম পড়ে রয়েছে। আরও কিছু ডিমে পালা করে তা দিচ্ছে নারী ও পুরুষ উটপাখি। দায়িত্বে থাকা কর্মকর্তা নিখিল চন্দ্র জানান, গতকাল ভোরে বেষ্টনীর কাছে দেখতে পাই একটি ডিম নিয়ে মা পাখি বেশি নাড়াচাড়া করছে। কাছে গিয়ে একটি বাচ্চা চোখে পড়ে। প্রায় দেড় মাস আগে ১৫টি ডিম নিয়ে পুরুষ ও নারী উট পাখি ডিমে তা দিয়ে একটি বাচ্চা ফুটিয়েছে গতকাল। আরও কয়েকটি বাচ্চা ফুটবে বলেও আশা প্রকাশ করেন বিশেষজ্ঞরা। পার্ক সূত্র জানায়, ২০১৩ সালের ২১ জুন ও ৩০ জুন সুদূর আফ্রিকা থেকে ফ্যালকন ট্রেডার্সের মাধ্যমে ক্রয় করা হয় ছয়টি উট পাখি। পরে ইমু পাখির বেষ্টনীর দক্ষিণ পাশের বেষ্টনীতে রাখা হয় উট পাখিগুলো। এর মধ্যে বেশ কয়েকবার ডিম দিলেও বাচ্চা ফোটেনি। এ পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার আনিসুর রহমান জানান, আকারে সবচেয়ে বড় উট পাখি ক্যাটিভে (আবদ্ধ স্থান) অবস্থায় ৬০ বছর বেঁচে থাকে। আর নেচারে (প্রকৃতিতে) বাঁচে ৪০-৪৫ বছর। এদের ওজন হয় প্রায় ৬৩ কেজি থেকে ১৪৫ কেজি পর্যন্ত। তবে পুরুষ পাখির ওজন ১১৫ কেজি ও নারী পাখির ওজন ১০০ কেজি হয়ে থাকে। এরা ঘণ্টায় ৭০ কি.মি. গতিতে দৌড়াতে পারে। এদের ডিমও আকারে সবচেয়ে বড় হয়ে থাকে। পুরুষ পাখির শরীর কালো রং আর লেজ সাদা রঙের হয়ে থাকে। নারী পাখির সারা শরীরই ধূসর বাদামি রঙের হয়ে থাকে। সাহারা উত্তর, দক্ষিণ ও পূর্ব আফ্রিকা আঞ্চলে পাওয়া যায় উট পাখি।
শিরোনাম
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- টেলিগ্রাফ কিনতে ৫০ কোটি পাউন্ডের চুক্তি স্বাক্ষর করলো ডেইলি মেইল
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
প্রকৃতি
উটপাখির ঘরে নতুন অতিথি
মোস্তফা কাজল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর