রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

চতুর্থ শিল্প বিপ্লবে দেশের অবস্থান হবে গৌরবময় : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে বিশ্বে চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশের অবস্থান অত্যন্ত গৌরবময় হবে বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, বছরে সারা বিশ্বে পোশাকশিল্পের বাজার ৯০০ বিলিয়ন ডলার। অথচ আইসিটি খাতের বার্ষিক চাহিদা ৪ ট্রিলিয়ন ডলার। আমরা এ খাতে ১ বিলিয়ন ডলার থেকে ৩৪ বিলিয়ন ডলারে পৌঁছে গেছি। পোশাকশিল্পের মতোই আমরা আইসিটি খাতে সক্ষমতা অর্জন করতে পারব। আমাদের বিশাল কর্মক্ষম যুবসমাজের সুযোগ রয়েছে। তাই এ সেক্টরে লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমাদের তরুণ সমাজ এ দেশের সন্তান। তারা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের উত্তরাধিকারী। তারা যুদ্ধ করেনি কিন্তু তাদের রক্তে বহমান মুক্তিযুদ্ধের রক্ত, তাদের রয়েছে মহান মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা। আমার দৃঢ়বিশ্বাস, তারা ব্যর্থ হবে না, পরাজিত হবে না।

গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল বাংলাদেশ মেলা ২০২০ বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রযুক্তির মহাসড়কে’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার; স্বাগত বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নূর উর রহমান।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, সারা পৃথিবীতে ডিজিটাল শব্দটিকে বিপ্লবে রূপ দিয়েছে বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ ঘোষণার ১১ বছর পর আমরা একটা মূল্যায়ন করেছি। আমরা জিজিটাল খাতে অনেক এগিয়েছি। আমরা দেশেই উৎপাদনের মাধ্যমে কম্পিউটার ও মোবাইলের চাহিদা পূরণ করছি। আমরা সব সূচকেই এগিয়ে যাচ্ছি। মানসূচক উন্নয়নে আমাদের অবস্থান দ্বিতীয়।

সর্বশেষ খবর