শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

কসবায় আল্লামা শফীর আগমন নিয়ে দুই পক্ষ মুখোমুখি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবার মুলগ্রাম ইউনিয়নের চারগাছ এলাকায় আগামীকাল অনুষ্ঠেয় আল্লামা আহমদ শফীর মাহফিলকে কেন্দ্র করে হেফাজতে ইসলাম ও আহলে সুন্নাত ওয়াল জামাত সমর্থিত পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। হেফাজতে ইসলামের সমর্থক কওমিপন্থিরা মাহফিলের পক্ষে প্রচার চালাচ্ছেন। অন্যদিকে হেফাজত নেতা আল্লামা আহমদ শফীর আগমন প্রতিহত করতে প্রতিদিনই প্রতিবাদ মিটিং-মিছিল করছে আহলে সুন্নাত ওয়াল জামাত। গতকাল উভয় পক্ষ মুখোমুখি হলে পুলিশের হস্তক্ষেপে শান্ত হয়। দুই পক্ষকে সমঝোতায় আসার জন্য কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. রাশেদুল কাওসার ভূইয়া জীবন ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম একাধিক বৈঠক করেছেন উভয় পক্ষের সঙ্গে। জানা যায়, উপজেলার চারগাছ এন আই ভূইয়া ডিগ্রি কলেজ মাঠে আগামীকাল চারগাছ নুরানি হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের মধ্যে পাগড়ি প্রদান উপলক্ষে মাহফিলের আয়োজন করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ ও গ্রামের কওমি হেফাজত সমর্থিতরা। মাহফিলের প্রধান বক্তা আল্লামা আহমদ শফী। এ উপলক্ষে বেশ কয়েক দিন ধরেই চলছে ব্যাপক প্রস্তুতি। এদিকে কওমিপন্থিরা যাতে মাহফিল করতে না পারেন সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত তৎপর। তাদের বাধার মুখে মঞ্চ তৈরি করতে পারছেন না মাহফিল আয়োজকরা। একই মাঠে তারা আজ ২৪ ও কাল ২৫ জানুয়ারি মাহফিলের ঘোষণা দেয়। প্রতিদিনই আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্বে লোকজন মিটিং-মিছিল করছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন জানান, মাহফিল হবে কি হবে না তা আজ প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

সর্বশেষ খবর