রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

শাহজালালের নতুন টার্মিনালের নির্মাণ কাজে স্যামসাং

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ এর নির্মাণকাজ করবে দক্ষিণ কোরিয়ার স্যামসাং গ্রুপ। স্যামসাং কনস্ট্রাকশন অ্যান্ড ট্রেডিং (সিএন্ডটি) করপোরেশন বিমানবন্দরের নির্মাণকাজ করবে।

২০১৮ সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। এতে ২২টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে জাপানের মিতসুবিশি করপোরেশন, ফুজিতা করপোরেশন ও স্যামসাং নামের তিনটি নির্মাতা প্রতিষ্ঠানের সমন্বয়ে অ্যাভিয়েশন ঢাকা কনসোর্টিয়ামকে (এডিসি) কাজের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নির্মাণ কাজ করবে স্যামসাং গ্রুপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় টার্মিনালের নির্মাণকাজের উদ্বোধন করেন। জানা গেছে, নতুন এ টার্মিনালের নির্মাণকাজে মোট ব্যয় ধরা হয়েছে আনুমানিক ২১ হাজার ৪০০ কোটি টাকা। এর মধ্যে পাঁচ হাজার কোটি টাকা জোগান দেবে বাংলাদেশ সরকার এবং বাকি অর্থ প্রদান করবে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা। এ প্রকল্পের জন্য স্যামসাং সিএন্ডটি করপোরেশন ইতিমধ্যে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ পেয়েছে। প্রকল্পটি ২০২৩ সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। টার্মিনাল-৩ এর কাজ শেষ হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতি বছর গড়ে প্রায় দুই কোটি যাত্রী যাতায়াত করতে পারবে। উল্লেখ্য, দুবাইয়ের বুর্জ খলিফা, কুয়ালালামপুরের পেট্রোনাস টুইন টাওয়ার, তাইপেই-১০১, সিঙ্গাপুরের চেঙ্গি বিমানবন্দরের টার্মিনাল-৪ এর মতো বেশকিছু প্রকল্প বাস্তবায়ন করেছে স্যামসাং কনস্ট্রাকশন অ্যান্ড ট্রেডিং (সিএন্ডটি) করপোরেশন।

সর্বশেষ খবর