বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

অবিলম্বে ১১৭ কারা চিকিৎসকের শূন্যপদ পূরণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

দেশের কারাগারগুলোয় ১১৭ চিকিৎসক নিয়োগের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। অবিলম্বে তা পূরণ করার জন্য স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে (ডিজি) নির্দেশ দিয়েছে আদালত। গতকাল বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। ১৪১ চিকিৎসকের বিপরীতে বর্তমানে কারাগারে আছেন মাত্র ২৪ জন।

এর আগে ১৪ জানুয়ারি সারা দেশে জরুরি ভিত্তিতে কারা হাসপাতালে কতজন চিকিৎসক প্রয়োজন তা কারা কর্তৃপক্ষকে ২৭ জানুয়ারির মধ্যে জানাতে বলা হয়। সে অনুযায়ী গতকাল কারা কর্তৃপক্ষ ১১৭টি শূন্যপদ রয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করে। এরপর দেশের কারা হাসপাতালগুলোয় শূন্যপদে ১১৭ জন চিকিৎসক নিয়োগের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে দ্রুত নিয়োগ দিয়ে এক মাসের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। রিটকারী আইনজীবী মো. জে আর খান রবিন বলেন, হাই কোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ জানিয়েছিলেন কারা হাসপাতালগুলোয় চিকিৎসকের অনুমোদিত পদ ১৪১টি। এর মধ্যে নয়জন চিকিৎসক কারা হাসপাতালগুলোয় কর্মরত ছিলেন। পরে আরও ১৫ জন চিকিৎসক সংযুক্ত করা হয়। বাকি ১১৭টি শূন্যপদে দ্রুত চিকিৎসক নিয়োগের নির্দেশ দিয়েছেন। এর আগে ২৩ জুন হাই কোর্ট এক আদেশে কারাগারে ধারণক্ষমতা, বন্দী ও বন্দীদের জন্য কতজন চিকিৎসক রয়েছেন তার তালিকা দিতে নির্দেশ দিয়েছিল।

সর্বশেষ খবর