শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

আমৃত্যু রেশন পাবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

আমৃত্যু রেশন সুবিধা পাবে পুলিশ। গত ১ জানুয়ারি থেকে এ আদেশ কার্যকর হয়েছে। পুলিশ সদস্যদের আজীবন রেশন সুবিধা দিয়ে অর্থ বিভাগ বুধবার অফিস আদেশ জারি করেছে। এ সিদ্ধান্ত কার্যকর করতে ওই দিনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়।

বর্তমানে পুলিশের কনস্টেবল থেকে শীর্ষপদ পর্যন্ত চাকরিতে প্রবেশের দিন থেকে অবসরোত্তর ছুটি পিআরএল পর্যন্ত রেশন সুবিধা পান। একই সুবিধা ভোগ করে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিজিবি, আনসার, কারারক্ষী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা। জানা গেছে, পুলিশের অবসরপ্রাপ্ত পরিবারের সদস্য             সংখ্যা দুজন ধরে ভর্তুকি দামে রেশন দেওয়া হবে। প্রতি মাসে তারা ২০ কেজি চাল, ২০ কেজি আটা, ২ কেজি চিনি, সাড়ে ৪ লিটার ভোজ্য তেল, ২ কেজি ডাল পাবেন। যেসব পুলিশ সদস্য গত ১ জানুয়ারি থেকে অবসরে গিয়েছেন তারাও এ সুবিধা পাবেন। তবে সন্তানদের ক্ষেত্রে এ সুবিধা ২১ বছর পর্যন্ত প্রযোজ্য। অবিবাহিত, প্রতিবন্ধী সন্তান আজীবন এ সুবিধা পাবেন। কোনো ক্ষেত্রেই পরিবারের সদস্য সংখ্যা দুজনের বেশি হবে না। পরিবারের সদস্য সংখ্যা একজন হলে রেশনের পরিমাণ অর্ধেকে নেমে আসবে। স্বামী-স্ত্রী উভয়ই পুলিশের সদস্য হলে অথবা ভিন্ন ভিন্ন রেশন সুবিধা-সংবলিত দফতর বা সংস্থায় কর্মরত হলে তাদের যে কোনো একজন যতদিন কর্মরত থেকে পারিবারিক রেশন বা সুবিধা ভোগ করবেন ততদিন পর্যন্ত তাদের কেউ বা পরিবারের কোনো সদস্য অবসরকালীন রেশন সুবিধা পাবেন না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর