চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কোনো আগ্রহ নেই কওমি ও সুন্নি মতাদর্শী ইসলামী দলগুলোর। তাই এবার সিটি নির্বাচনে মেয়র কিংবা কাউন্সিলর পদে কাউকে মনোনয়ন দিচ্ছে না প্রায় সব ইসলামী দল। নিজেদের কোনো প্রার্থী না দিলেও শরিক দলের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সমর্থন দেওয়ার পরিকল্পনা করছে তারা। তবে সিটি নির্বাচন নিয়ে ভিন্ন চিন্তায় রয়েছেন বিএনপির নেতৃত্বাধীন জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী। নিবন্ধন বাতিল হওয়া দলটি কাউন্সিলর পদে জোটের শরিক দলের সঙ্গে রফাদফা করার চিন্তা করছে। বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী এমপি বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। নির্বাচনে আমরা কোনো প্রার্থী দিচ্ছি না। নির্বাচনে আমরা আওয়ামী লীগের প্রার্থীদের পূর্ণ সমর্থন দেব।’ ইসলামী ঐক্যজোট মহাসচিব মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ বলেন, ‘চট্টগ্রাম সিটি নির্বাচন নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। তাই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আমরা কোনো প্রার্থী দিচ্ছি না।’ বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব মাওলানা এম এ মতিন বলেন, ‘সিটি নির্বাচন করার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।’ হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মাঈনুদ্দীন রুহী বলেন, ‘হেফাজতে ইসলাম সিটি করপোরেশন নির্বাচনে কোনো প্রার্থী দেবে না। কোনো দলের প্রার্থীকে সমর্থনও দেবে না। তবে এ নির্বাচন নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করবে।’ জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নাছির উদ্দিন মুনির বলেন, ‘কোনো স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা নেই জমিয়তে ওলামায়ে ইসলামের। তাই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে কোনো প্রার্থী দিচ্ছে না।’ জানা যায়, বন্দরনগরী চট্টগ্রামে আওয়ামী লীগ ও বিএনপির পাশাপাশি শক্তিশালী অবস্থানে রয়েছে ধর্মভিত্তিক ইসলামী দলগুলো। তাই বিগত সময়ে জাতীয় সংসদ ও বিভিন্ন স্থানীয় নির্বাচনে নিজেদের প্রার্থী দিয়েছে ইসলামী ঐক্য জোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে ওলামায়ে ইসলাম, খেলাফত মজলিসসহ অন্য দলগুলো। যাতে বিজয়ীও হয়েছেন কেউ কেউ। সর্বশেষ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে তাদের মনোনীত প্রার্থী মেয়র নির্বাচন করেন। কিন্তু এবার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আগ্রহ নেই সিংহভাগ ধর্মভিত্তিক রাজনৈতিক দলের। তাই তাদের নেতা-কর্মীদের মধ্যে মেয়র ও কাউন্সিলর প্রার্থী হওয়া নিয়ে নেই কোনো আগ্রহ। তবে কোনো কোনো দল নির্বাচনে কোনো প্রার্থী না দিলেও জোট শরিক প্রার্থীদের তারা মেয়র ও কাউন্সিলর পদে সমর্থন দেবে। অন্যান্য ইসলামী দল শরিকদের ছাড় দেওয়ার কথা ভাবলেও বিএনপির নেতৃত্বাধীন জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী করছে ভিন্ন চিন্তা। তারা মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী দেওয়ার চিন্তাভাবনা করছে। এ বিষয়ে দলীয় ফোরামে তারা আলাপ-আলোচনাও করছে। তবে দলের একাধিক সূত্র দাবি করেছে- কাউন্সিলর পদে নিজেদের প্রার্থীদের সমর্থন আদায় করতে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেবে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী। পরবর্তীতে কয়েকটি কাউন্সিলর পদে বিএনপির সমর্থন আদায় করার পর মেয়র প্রার্থিতা প্রত্যাহার করবে জামায়াত প্রার্থী।
শিরোনাম
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭
- তদন্তের জালে তুর্কি ফুটবল, দুই লিগ স্থগিত