বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

ফের বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

ফের বাড়ল সোনার দাম

এক মাসের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম। ২২, ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে দাম বেড়েছে এক হাজার ১৬৬ দশমিক ৪০ টাকা। আজ বুধবার থেকে এ দামে বিক্রি হবে অলংকার তৈরির এই ধাতু। তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

গতকাল বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর আগে সোনার দাম বেড়েছিল গত ৫ জানুয়ারি।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৬১ হাজার ৫২৭ দশমিক ৬০ টাকা। কিন্তু গতকাল পর্যন্ত এ মানের সোনার দাম ৬০ হাজার ৩৬১ দশমিক ২০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫৯ হাজার ১৯৪ দশমিক ৮০ টাকা। আর বর্তমানে বিক্রি হচ্ছে ৫৮ হাজার ২৮ দশমিক ৪০ টাকা।

একইভ?াবে ১৮ ক্যারেটের ভরির দাম পড়বে ৫৪ হাজার ১৭৯ দশমিক ২৮ টাকা। যার এখনকার দাম ৫৩ হাজার ১২ দশমিক ৮৮ টাকা ভরি।

এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম ধরা হয়েছে ৪১ হাজার ৪০৭ দশমিক ২০ টাকা। আর বর্তমানে বিক্রি হচ্ছে ৪০ হাজার ২৪০ দশমিক ৮০ টাকা করে। এ হিসাবে চার ক্যাটাগরির স্বর্ণতেই ভরিতে দাম বাড়ানো হয়েছে ১১৬৬ দশমিক ৪০ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে ২১ ক্যারেট ক্যাডমিয়াম রূপার দাম। প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর