বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

যশোরে দুধ দিয়ে ধোয়া হলো আওয়ামী লীগের ছয়টি কার্যালয়

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের কেশবপুরে ৪৯ লিটার দুধ দিয়ে ধুয়ে ‘পবিত্র’ করা হলো স্থানীয় আওয়ামী লীগের ছয়টি অফিস। গতকাল দুপুরে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিয়ে পুলিশ যখন এসব কার্যালয়ে অভিযান চালাচ্ছিল, তখন সেখান থেকে দেশীয় বেশকিছু অস্ত্রশস্ত্র ও ফেনসিডিলের বোতল উদ্ধার করা হয়।  দুপুরে পুলিশের উপস্থিতিতে অফিস খুলে ধোয়ামোছার উদ্যোগ নেওয়া হয়। এরপর উপজেলা মহিলা  আওয়ামী লীগ গরুর দুধ দিয়ে কক্ষটি ধুয়ে ফেলে। পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ও দুধ দিয়ে ধোয়া হয়। উপজেলা কৃষক লীগের অফিস ধুতে ৫ লিটার, ভেরচিবাজার আওয়ামী লীগ কার্যালয় ধুতে ১০ লিটার,  গড়ভাঙ্গা আওয়ামী লীগ কার্যালয় ধুতে ৫ লিটার, বালিয়াডাঙ্গা আওয়ামী লীগ কার্যালয় ধুতে ৪ লিটার, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় ধুতে ২০ লিটার ও ভান্ডারখোলা আওয়ামী লীগ কার্যালয় ধুতে ৫ লিটার গরুর দুধ ব্যবহার করা হয়।

রাবেয়া ইকবাল বলেন, উপজেলা কৃষক লীগের যে অফিসটি দখলমুক্ত করে দুধ দিয়ে ধোয়া হয়েছে সেটি আজ থেকে উপজেলা মহিলা আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম রুহুল আমিন বলেন, ২০১৬ সালে হাতুড়িবাহিনীর প্রধান আজিজের নেতৃত্বে উপজেলা কৃষক লীগের অফিসটি জোর করে দখলে নেওয়া হয়। আজ (মঙ্গলবার) কার্যালয়টি উদ্ধার করার পর সেখানে অস্ত্র দেখে পুলিশকে খবর দিলে পুলিশ তা উদ্ধার করে নিয়ে যায়। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, গত উপজেলা নির্বাচনের সময় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় থেকে বঙ্গবন্ধু ও দলীয় সভানেত্রীর ছবি অপসারণ করেছিল কিছু সন্ত্রাসী। নেতা-কর্মীদের মাঝে দীর্ঘদিন সেই ক্ষোভ ছিল। সেই ক্ষোভ থেকেই আবেগের বশবর্তী হয়ে নেতা-কর্মীরা কার্যালয়গুলো দুধ দিয়ে ধুয়ে ফেলেছেন। কেশবপুর থানার ওসি মো. সাঈদ বলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার কাছ থেকে খবর পেয়ে ওই কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় সেখানকার একটি ঘরের সানশেডের ওপর থেকে দুটি রামদাসহ কয়েকটি ধারালো অস্ত্র ও ফেনসিডিলের খালি বোতল উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর