সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক অবস্থা আগের তুলনায় অনেক ভালো। দলে যে সব ত্রুটি রয়েছে সেগুলো পরিকল্পিত উদ্যোগনিয়ে নিরসন সম্ভব। এতে মূল দল ও অঙ্গসংগঠনগুলো আরও বেশি শক্তিশালী হবে। সিনিয়র কয়েকজন নেতা ও তাদের অনুসারীদের সঙ্গে জেলা বিএনপির যে দ্বন্দ্বের কথা শোনা যায় সে সম্পর্কে তিনি বলেন, বিএনপি ও সব অঙ্গসংগঠনের কার্যক্রম একসঙ্গে করতে হবে। কিছুক্ষণ আগেও যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক টিমের সঙ্গে মতবিনিময় সভায় সবাই উপস্থিত ছিলেন। মাঝে মাঝে কিছু সমস্যা দেখা দেয় এবং উদ্যোগ নিয়ে আমরা সেটা নিরসনও করে ফেলি। মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও দীর্ঘদিন ধরে উপজেলা ও পৌর কমিটি গঠন সম্পর্কে তিনি বলেন, উপজেলায় উপজেলায় গিয়ে সবার মতামতের ভিত্তিতে কমিটি গঠনের প্রক্রিয়া জোরালোভাবে শুরু করা হয়েছে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে জেলায় বিএনপি যে চারজনকে মনোনয়ন দিয়েছিল তাদের তেমন সক্রিয় দেখা যাচ্ছে না কেন জানতে চাইলে তিনি বলেন, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। অবস্থানগত কারণে হয় তো নিয়মিত কর্মসূচিগুলোতে যোগ দিতে পারেন না তারা, এই যা। তারা আমরা সবাই জিয়ার আদর্শের বিএনপি। বলা হয়ে থাকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুল হক আছপিয়ার নেতৃত্বে দলের একাংশ আলাদা কাজ করছেন, এর কারণ জানতে চাইলে মিলন বলেন, আমরা ব্যক্তিগত কারও জন্য জীবন দিয়ে রাজনীতি করি না, সবাই জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ। রাজনীতি করতে গিয়ে মাঝে মধ্যে কাজের ক্ষেত্রে টুকটাক সমস্যা হলে আমরা আলোচনার মাধ্যমে সমাধান করে ফেলি।
শিরোনাম
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
টুকটাক সমস্যা হলে আলোচনায় সমাধান হয়
-কলিম উদ্দিন মিলন সভাপতি জেলা বিএনপি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর