সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক অবস্থা আগের তুলনায় অনেক ভালো। দলে যে সব ত্রুটি রয়েছে সেগুলো পরিকল্পিত উদ্যোগনিয়ে নিরসন সম্ভব। এতে মূল দল ও অঙ্গসংগঠনগুলো আরও বেশি শক্তিশালী হবে। সিনিয়র কয়েকজন নেতা ও তাদের অনুসারীদের সঙ্গে জেলা বিএনপির যে দ্বন্দ্বের কথা শোনা যায় সে সম্পর্কে তিনি বলেন, বিএনপি ও সব অঙ্গসংগঠনের কার্যক্রম একসঙ্গে করতে হবে। কিছুক্ষণ আগেও যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক টিমের সঙ্গে মতবিনিময় সভায় সবাই উপস্থিত ছিলেন। মাঝে মাঝে কিছু সমস্যা দেখা দেয় এবং উদ্যোগ নিয়ে আমরা সেটা নিরসনও করে ফেলি। মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও দীর্ঘদিন ধরে উপজেলা ও পৌর কমিটি গঠন সম্পর্কে তিনি বলেন, উপজেলায় উপজেলায় গিয়ে সবার মতামতের ভিত্তিতে কমিটি গঠনের প্রক্রিয়া জোরালোভাবে শুরু করা হয়েছে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে জেলায় বিএনপি যে চারজনকে মনোনয়ন দিয়েছিল তাদের তেমন সক্রিয় দেখা যাচ্ছে না কেন জানতে চাইলে তিনি বলেন, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। অবস্থানগত কারণে হয় তো নিয়মিত কর্মসূচিগুলোতে যোগ দিতে পারেন না তারা, এই যা। তারা আমরা সবাই জিয়ার আদর্শের বিএনপি। বলা হয়ে থাকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুল হক আছপিয়ার নেতৃত্বে দলের একাংশ আলাদা কাজ করছেন, এর কারণ জানতে চাইলে মিলন বলেন, আমরা ব্যক্তিগত কারও জন্য জীবন দিয়ে রাজনীতি করি না, সবাই জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ। রাজনীতি করতে গিয়ে মাঝে মধ্যে কাজের ক্ষেত্রে টুকটাক সমস্যা হলে আমরা আলোচনার মাধ্যমে সমাধান করে ফেলি।
শিরোনাম
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
টুকটাক সমস্যা হলে আলোচনায় সমাধান হয়
-কলিম উদ্দিন মিলন সভাপতি জেলা বিএনপি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর