সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক অবস্থা আগের তুলনায় অনেক ভালো। দলে যে সব ত্রুটি রয়েছে সেগুলো পরিকল্পিত উদ্যোগনিয়ে নিরসন সম্ভব। এতে মূল দল ও অঙ্গসংগঠনগুলো আরও বেশি শক্তিশালী হবে। সিনিয়র কয়েকজন নেতা ও তাদের অনুসারীদের সঙ্গে জেলা বিএনপির যে দ্বন্দ্বের কথা শোনা যায় সে সম্পর্কে তিনি বলেন, বিএনপি ও সব অঙ্গসংগঠনের কার্যক্রম একসঙ্গে করতে হবে। কিছুক্ষণ আগেও যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক টিমের সঙ্গে মতবিনিময় সভায় সবাই উপস্থিত ছিলেন। মাঝে মাঝে কিছু সমস্যা দেখা দেয় এবং উদ্যোগ নিয়ে আমরা সেটা নিরসনও করে ফেলি। মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও দীর্ঘদিন ধরে উপজেলা ও পৌর কমিটি গঠন সম্পর্কে তিনি বলেন, উপজেলায় উপজেলায় গিয়ে সবার মতামতের ভিত্তিতে কমিটি গঠনের প্রক্রিয়া জোরালোভাবে শুরু করা হয়েছে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে জেলায় বিএনপি যে চারজনকে মনোনয়ন দিয়েছিল তাদের তেমন সক্রিয় দেখা যাচ্ছে না কেন জানতে চাইলে তিনি বলেন, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। অবস্থানগত কারণে হয় তো নিয়মিত কর্মসূচিগুলোতে যোগ দিতে পারেন না তারা, এই যা। তারা আমরা সবাই জিয়ার আদর্শের বিএনপি। বলা হয়ে থাকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুল হক আছপিয়ার নেতৃত্বে দলের একাংশ আলাদা কাজ করছেন, এর কারণ জানতে চাইলে মিলন বলেন, আমরা ব্যক্তিগত কারও জন্য জীবন দিয়ে রাজনীতি করি না, সবাই জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ। রাজনীতি করতে গিয়ে মাঝে মধ্যে কাজের ক্ষেত্রে টুকটাক সমস্যা হলে আমরা আলোচনার মাধ্যমে সমাধান করে ফেলি।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
টুকটাক সমস্যা হলে আলোচনায় সমাধান হয়
-কলিম উদ্দিন মিলন সভাপতি জেলা বিএনপি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর