সোমবার, ৩০ মার্চ, ২০২০ ০০:০০ টা

দেশে আইনের শাসন একেবারেই নেই

-রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব

দেশে আইনের শাসন একেবারেই নেই

নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম হিলালী বলেন, দেশে আইনের শাসন একেবারেই নেই। যে কারণে দেশের ক্রান্তিলগ্নেও নেতা-কর্মীরা ঘর থেকে বের হতে পারছেন না। আগে যা-ই হোক বর্তমানে আমরা দল গোছাচ্ছি। এলাকায় যেসব নেতা স্থায়ীভাবে বসবাস করছেন তাদেরই নেতৃত্বে দিচ্ছি। কারণ তৃণমূলে কর্মীরা যেন নেতাদের পাশে পান। তিনি বলেন, দলকে সুসংগঠিত করতেই প্রতিটি ইউনিট ঢেলে সাজানো হচ্ছে। অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে কমিটিগুলো দেওয়া হচ্ছে। কোনো ধরনের অসততা এখানে নেই। আমরা সব কমিটি ভেঙে নতুন করে করছি; যাতে নেতা-কর্মীরা উজ্জীবিত হন। দলের বিভক্তির কারণ জানতে চাইলে তিনি জানান, গ্রুপিং নেই। এখন আমরা নতুনরা এসেছি তাই হয়তো কারও অভিমান থাকতে পারে। তিনি বলেন, একসময় ইনডোর প্রোগ্রাম করলে পুলিশের অনুমতি লাগত না। আজকাল লাগে। যেমন জাতীয় প্রোগ্রাম ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর এগুলোতেও লাগে। আর পুলিশ চলছে তো সরকারের কথায়। সে কারণে তৎপরতা বা কার্যক্রম কিছুটা গুটিয়ে আসছে। দেশের স্বার্থে বের হওয়া উচিত। তিনি এও বলেন, বের হলেও মামলা খেতে হয়। যেমন আমার নামেই ২৫টি মামলা। এ রকম প্রত্যেক নেতা-কর্মীর নামে অহেতুক মামলা দেওয়া আছে।

সর্বশেষ খবর