বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

জেলায় জেলায় লকডাউন, সেনা পুলিশ র‌্যাবের ব্যাপক তৎপরতা

নিজস্ব প্রতিবেদক

জেলায় জেলায় লকডাউন, সেনা পুলিশ র‌্যাবের ব্যাপক তৎপরতা

করোনাভাইরাস মোকাবিলায় সামাজিক দূরত্ব নিশ্চিতে গতকাল নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সেনাবাহিনীর সতর্ক অবস্থান -বাংলাদেশ প্রতিদিন

দেশে করোনাভাইরাসে আক্রান্ত বাড়ার খবরের সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা লকডাউনের খবরও পাওয়া যাচ্ছে। জেলায় জেলায় প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের উদ্যোগেও লকডাউন করা হচ্ছে পাড়া-মহল্লা। গ্রাম বা পাড়ার প্রবেশপথে নিজস্ব ব্যবস্থায় স্থানীয়রাই তৈরি করছেন ব্যারিকেড। অন্যান্য দিনের মতো গতকালও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে তৎপর দেখা গেছে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। অহেতুক ঘোরাফেরা করে গতকালও অর্থদ- গুনেছেন অনেকে। সামাজিক দূরত্ব না মানায় অর্থদ- দেওয়া হয়েছে এক পুলিশ সদস্যকেও। এদিকে গতকালও রাজধানীর বিভিন্ন স্থানে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশের কঠোর অবস্থান দেখা গেছে। চেকপোস্টগুলোতে গাড়ি থামিয়ে বাইরে বের হওয়ার কারণ জানতে চাওয়া হচ্ছে। যথাযথ কারণ জানাতে না পারায় বাসায় ফেরত পাঠানো হয়েছে অনেককেই। রাজধানীতে সামাজিক দূরত্ব নিশ্চিতে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। রাজধানীর শেরেবাংলানগর এলাকার মোতাহার বস্তিতে একজন করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে। এ জন্য বস্তিটি লকডাউন করে ঘিরে রেখেছে পুলিশ। গতকাল বিকালে আইইডিসিআরের নির্দেশে বস্তিটি লকডাউন করে দেওয়া হয়। শেরেবাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী এ তথ্য নিশ্চিত করেন। স্থানীয় একজন জানান, বিকালের পর থেকে মোতাহার বস্তিতে কাউকে বের হতে বা ঢুকতে দিচ্ছে না পুলিশ। বস্তিতে করোনাভাইরাস রোগী পাওয়া গেছে। সেখান থেকে যাতে করোনার সংক্রমণ আশপাশে ছড়িয়ে না পড়ে, সেই সতর্কতা হিসেবে আইইডিসিআরের নির্দেশে বস্তিটি লকডাউন করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় শাখাটি লকডাউন করা হয়েছে। গতকাল শাখায় কর্মরত সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয় নিশ্চিত করে বলেন, ‘রবিবার পর্যন্ত ওই কর্মকর্তা অফিস করেছেন। এরপর অসুস্থ হলে তিনি ছুটি নেন। পরে করোনা পরীক্ষা করান। আজ তার করোনা ধরা পড়ে। এ কারণে এমডি স্যারের নির্দেশে বেলা সাড়ে ১১টার দিকে প্রিন্সিপাল শাখাটি লকডাউন করা হয়েছে।’ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পকে লকডাউন ঘোষণা করা হয়েছে। মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মাহাবুবুল আলম তালুকদার। এর আগে পুরো কক্সবাজার জেলা অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. কামাল হোসেন। তিনিও রোহিঙ্গা ক্যাম্পগুলো লকডাউনের কথা জানান। মাহাবুবুল আলম তালুকদার জানান, মূলত, আগে থেকেই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অঘোষিত লকডাউন চলছিল। শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়নি। অতি জরুরি কার্যক্রম ছাড়া গত ১১ মার্চ থেকেই শরণার্থী শিবিরগুলোতে বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) কার্যক্রম বন্ধ রয়েছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনার আরও জানান, গতকাল থেকে কক্সবাজারের জেলা প্রশাসক গোটা জেলা লকডাউন ঘোষণা করেছেন। এ কারণে রোহিঙ্গা শরণার্থীদের শিবিরগুলোও লকডাউনের আওতায় পড়েছে।

খুলনার জেলা প্রশাসক হেলাল হোসেন রাতে বাংলাদেশ প্রতিদিনকে জানান, খুলনা জেলায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে খুলনা জেলাকে লকডাউন করে গতকাল গণবিজ্ঞপ্তি জারি করেছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। সিলেট জেলাকে লকডাউন করে সিলেটের জেলা প্রশাসক গতকাল বিকালে গণবিজ্ঞপ্তি জারি করেছেন। তাতে বলা হয়েছে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সারা দেশ থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা জানিয়েছেন লকডাউনের খবর। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গাজীপুর সিটি করপোরেশনকে লকডাউনের দাবি জানিয়েছেন সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম। গতকাল বিকালে সিটি করপোরেশনের বোর্ডবাজার আঞ্চলিক অফিসে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ দাবি জানান। এর আগে মেয়র জাহাঙ্গীর নিজ উদ্যোগে নগরীর ৫৭টি ওয়ার্ড লকডাউন ঘোষণা করেছিলেন। এখন তিনি আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে লকডাউন দাবি করলেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে চট্টগ্রামের গ্রামে গ্রামে চলছে ‘লকডাউন’। সচেতন গ্রামবাসীর উদ্যোগে গ্রামের প্রবেশমুখে দেওয়া হচ্ছে বাঁশ ও গাছ দিয়ে তৈরি প্রতিবন্ধকতা। এলাকাবাসীকে অতি প্রয়োজন ছাড়া গ্রামের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। কাউকে প্রবেশ করতেও দেওয়া হচ্ছে না। আবার এর বিপরীত চিত্রও রয়েছে ভিন্ন প্রত্যন্ত এলাকায়। কিছু এলাকায় এখনো গ্রাস করেনি করোনাভাইরাস আতঙ্ক। এ মহামারীকে থোড়াই কেয়ার করে চলছে ঘোরাফেরা ও আড্ডা। খুলনার বটিয়াঘাটা সদর ইউনিয়নে ঢোকার মুখেই সড়কে বাঁশের ব্যারিকেড (প্রতিবন্ধকতা)। কালো ব্যানারে লেখা সতর্কবার্তা- ‘সকল প্রকার গাড়ি ও বহিরাগতদের প্রবেশ নিষেধ’। গ্রামের পথে পথে লাঠি হাতে পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা। এক চিকিৎসকের করোনাভাইরাস পজেটিভ শনাক্তের পর সিলেটে বেড়ে গেছে আতঙ্ক। প্রশাসনের উদ্যোগে ওই চিকিৎসকের বাসার এলাকা হাউজিং এস্টেট লকডাউন করা হয়েছে। এর পর থেকে নগরীর বিভিন্ন পাড়া-মহল্লার লোকজন স্বেচ্ছায় নিজ নিজ এলাকা লকডাউন করে দিয়েছেন। মহল্লায় প্রবেশের প্রধান ফটক বন্ধ করে দিয়ে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। রাজবাড়ীতে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে করোনাভাইরাসে আক্রান্ত সোনিয়া (২৮) নামে পালিয়ে আসা রোগীকে উদ্ধার করা হয়েছে। সদর উপজেলার দাদশী ইউনিয়ন থেকে তাকে উদ্ধার করা হয়। পরে গতকাল ভোরে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে তাকে ভর্তি করে স্বাস্থ্য বিভাগ। এ ঘটনায় সদর উপজেলার দাদশী ইউনিয়নের বক্তারপুর ও সমস্তপুর গ্রাম লকডাউন করেছে প্রশাসন। লালমনিরহাটকে আক্ষরিক অর্থে লকডাউন ঘোষণা না করা হলেও জেলায় সব ধরনের যানবাহন প্রবেশ ও জেলা থেকে বাইরে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি জেলার অভ্যন্তরে সব ধরনের যানবাহন, দোকানপাট, সাপ্তাহিক হাট-বাজার, প্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ থাকবে। পটুয়াখালীর গলাচিপা শহরে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে দুটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। গতকাল বেলা ১২টার দিকে খবর পেয়ে পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের গোডাউন রোডের একটি বাড়ি ও ৮ নম্বর ওয়ার্ডের মুজিব সড়কের একটি  বাড়ি লকডাউন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে গোপালগঞ্জের এক নারীকে ঢাকায় কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ। এ ঘটনার পর ওই নারীর বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিকুর রহমান খান। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মুসলিমপাড়া গ্রামে মৃত এক ব্যক্তির শরীরের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে কাদির জঙ্গল ও পার্শ্ববর্তী জাফরাবাদ ইউনিয়ন দুটি লকডাউন করে দিয়েছে প্রশাসন। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জ থেকে করোনার উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথা নিয়ে পালিয়ে আসা এক যুবককে আইসোলেশনে রাখা হয়েছে। জয়পুরহাটের আক্কেলপুরের কেশবপুর গ্রামে ওই যুবকের বাড়িসহ আশপাশের তিন বাড়ি লকডাউন করেছে প্রশাসন। সেই সঙ্গে ওই যুবকের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় তাকে রাখা হয়েছে আইসোলেশনে। পাশাপাশি তার এক সহকর্মীকেও আইসোলেশনে রাখা হয়েছে। ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে করা হয়েছে লকডাউন। মানিকগঞ্জের সাটুরিয়ায় ঠা-া, জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

 করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে কি না সতর্কতায় মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ ও দুই পরিবারকে লকডাউন করেছে সাটুরিয়া উপজেলা প্রশাসন। করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবিলা ও সুরক্ষার প্রয়োজনে নরসিংদী জেলাকে লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। ৯ এপ্রিল সকাল থেকে এ আদেশ কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। টাঙ্গাইলে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গ্রামের বাড়িতে এসেছিলেন। এ ঘটনায় ওই বাড়িসহ আশপাশের ৩০টি বাড়ি লকডাউন করা হয়েছে। তার বাড়ি মির্জাপুরের ভাওড়া এলাকায়। আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জের একটি কারখানায় কাজ করতেন। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় প্রথম করোনা আক্রান্ত শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা। তিনি জানান, আক্রান্ত নারী দয়াকান্দা এলাকার বাসিন্দা। এলাকাটি লকডাউন করে দেওয়া হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে চলছে ‘কড়াকড়ি’। সচেতন গ্রামবাসীর উদ্যোগে গ্রামে প্রবেশের সড়কের মুখেই বাঁশ ও গাছ দিয়ে তৈরি করা হচ্ছে প্রতিবন্ধকতা। এলাকাবাসী অতি প্রয়োজন ছাড়া গ্রামের বাইরে কাউকে যেতে দিচ্ছে না। কাউকে প্রবেশ করতেও দেওয়া হচ্ছে না। দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলায় বগুড়ায় বসবাসকারীরা চিন্তিত হয়ে পড়েছেন। নিজেদের রক্ষায় পাড়া-মহল্লায় প্রবেশের রাস্তায় বাঁশ দিয়ে এবং চলাচলের পথে বেড়া দিয়ে পাড়া-মহল্লা লকডাউন করে দিচ্ছেন তারা। পাড়ার যুবকরা অন্য এলাকার বাসিন্দাদের নিজ এলাকায় সাধারণভাবে প্রবেশ করতে দিচ্ছে না। তবে মাস্ক ও কমপক্ষে ৩০ সেকেন্ড হাত ধুয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

মুন্সীগঞ্জের বিভিন্ন উপজেলার গ্রাম এলাকার সড়কগুলো এলাকাবাসীর নিজ উদ্যোগে লকডাউন করে দেওয়া হয়েছে। জেলার ওপর দিয়ে গুরুত্বপূর্ণ দুটি মহাসড়ক ঢাকা-মাওয়া ও ঢাকা-চট্টগ্রাম সচল থাকলেও কর্তৃপক্ষ গুরুত্ব বিবেচনায় জেলাটি লকডাউন করেনি বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় ফরিদপুরের দুটি গ্রাম নিজ উদ্যোগে লকডাউন করেছে স্থানীয় যুবসমাজ। ফরিদপুর সদর উপজেলার ওয়াজউদ্দিন মুন্সির ডাঙ্গী এবং হাফেজ ডাঙ্গী গ্রামের যুবসমাজের উদ্যোগে লকডাউন ঘাষণা করা হয়।

বাগেরহাটের রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নে করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণ স্বেচ্ছায় সড়কগুলোর মুখে ‘বাঁশের বেড়া’ দিয়ে আটকে দিয়েছে। সেখানে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে জরুরি প্রয়োজন ছাড়া এলাকার বাইরে যেতে দেওয়াও হচ্ছে না।

করোনা সংক্রমণ প্রতিরোধে কুমিল্লার বিভিন্ন গ্রামে বাঁশের বেড়া দিয়ে গ্রামে প্রবেশের মূল সড়কে ব্যারিকেড সৃষ্টি করা হয়েছে। এই ব্যারিকেডের উদ্দেশ্য, গ্রামে নতুন কারও আগমন যেন না ঘটে। পাশাপাশি যানবাহন চলাচলও বন্ধ। এ ছাড়া অপ্রয়োজনে সাধারণ মানুষ যেন ঘোরাঘুরি না করতে পারে সে বিষয়ে গ্রামবাসী সতর্ক দৃষ্টি রাখছেন।

ঝিনাইদহের ছয়টি উপজেলার বিভিন্ন গ্রামে চলছে ব্যক্তি উদ্যোগে লকডাউন। করোনাভাইরাসের আতঙ্ক বেড়ে যাওয়ায় গ্রামগঞ্জ ও শহরে প্রবেশের সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

করোনা সংক্রমণ প্রতিরোধে মানুষের অহেতুক বিচরণ রোধ ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সিলেটের বিশ্বনাথ উপজেলার একটি গ্রাম স্বেচ্ছায় লকডাউন ঘোষণা করা হয়েছে। উপজেলার রামপাশা ইউনিয়নের দোহাল গ্রামটি লকডাউন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের পূর্ব সাহেব গ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যক্তি মৃত্যুবরণ করায় পুরো গ্রাম লকডাউন করা হয়েছে। পাশাপশি সীমিত করা হয়েছে ওই ইউনিয়নে জনসাধারণের চলাচল।

বেনাপোল বাজারের গা ঘেঁষা ভবের বেড় গ্রামটি প্রশাসনের নির্দেশ বা অনুরোধের জন্য অপেক্ষা না করে সম্মিলিত উদ্যোগে লকডাউন করেছেন গ্রামবাসী।

জামালপুরে একজন করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকেই জেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। করোনা আতঙ্কে নিজ নিজ এলাকার প্রবেশপথে বাঁশ, ইট ও গাছের গুঁড়ি ফেলে লকডাউন করে রাখছেন স্থানীয় বাসিন্দারা। লকডাউন করা এসব এলাকায় মানুষজন বের হচ্ছেন না এবং বহিরাগতদেরও এলাকায় প্রবেশে বাধা দিচ্ছেন।

ঢাকা থেকে সর্দি, কাশি ও জ্বর নিয়ে এক তরুণী নাটোর শহরে বাবার বাড়িতে আসায় দুটি বাড়ি লকডাউন করা হয়েছে। গতকাল সকালে নাটোর শহরের কান্দিভিটুয়া মহল্লার দুটি বাড়ি লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন।

ময়মনসিংহের মুক্তাগাছায় অবস্থিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কনস্টেবল নাজমুল হোসেনের (২১) করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে। তাকে নগরীর এস কে হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। এ ঘটনায় ৪৩৪ সদস্যসহ মুক্তাগাছা এপিবিএন সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ফার্মাসিস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় জামালপুর জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

সামাজিক দূরত্ব না মানায় জরিমানা : অন্যান্য দিনের মতো করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গতকালও তৎপর ছিলেন সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের সদস্যরা। সামাজিক দূরত্ব না মানায় গতকালও দেশের বিভিন্ন জেলায় জরিমানা করা হয়েছে।

বরিশালে সরকারি নির্দেশ অমান্য করে অপ্রয়োজনে দোকান খোলা রাখাসহ খেয়া নৌকায় জনসমাগম করা এবং সরকারি কাজে বাধা দেওয়ায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা এবং মো. হেলাল উদ্দিন পৃথক ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।

কুষ্টিয়ার ভেড়ামারায় সরকারি আদেশ অমান্য করায় এক মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্যকে ৫০০ টাকা এবং দোকান খোলা রাখার দায়ে এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সকালে ভেড়ামারা শহরে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ।

কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব না মানায় চুয়াডাঙ্গায় ১৭ জনকে ১২ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা এ জরিমানা করেন।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও সরকারি আদেশ অমান্য করায় দিনাজপুরের হাকিমপুরের হিলিতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২০ জনকে ৭৬ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর