শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

শ্রমিকদের বেতন না দিলে পরিস্থিতি খারাপ হবে

---- ড. ফাহমিদা খাতুন

নিজস্ব প্রতিবেদক

শ্রমিকদের বেতন না দিলে পরিস্থিতি খারাপ হবে

দেশের পোশাকশ্রমিকদের বেতন পরিশোধের ক্ষেত্রে কোনো অসুবিধা দেখছেন না বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। তিনি বলেছেন, দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বেতন না দিলে পরিস্থিতি খারাপ হবে। ফলে শ্রমিকরা না খেয়ে থাকবেন। এদের বাঁচিয়ে রাখা মালিকদের মানবিক ও ব্যবসায়িক দায়িত্ব। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকাল এসব কথা বলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ফাহমিদা খাতুন। তিনি বলেন, ‘শ্রমিকদের খাদ্যসংকট বড় সমস্যা। তাই বেতন না দিলে শ্রমিকরা না খেয়ে থাকবেন। যদিও মালিকরা বেতন প্রদানে দেরি হওয়ার কারণ হিসেবে ব্যাংকিং সমস্যার কথা বলছেন। বিজিএমইএ বলেছে আরও কিছুদিন সময় লাগবে। এ কথা আমরা বিশ্বাস করতে চাই। তবে শ্রমিকদের বেতন না দিলে পরিস্থিতি খারাপ হবে।’ সিপিডির এই নির্বাহী পরিচালক বলেন, ‘মালিকরা যেহেতু ব্যাংকের সমস্যার কথা বড় করে বলছেন, আপতত সেটি মানতে চাই। তবে ব্যাংক থেকে টাকা না পাওয়া পর্যন্ত মালিকরা নিজেদের পকেট থেকে শ্রমিকদের বেতন দিতে পারেন। একেবারে যেসব শ্রমিকের হাত শূন্য, কোনো টাকা নেই, সেসব শ্রমিককে নিজ দায়িত্বে মালিকরা টাকা দিতে পারেন। কারণ মানুষ না খেয়ে কত দিন থাকতে পারবে!’ ড. ফাহমিদা খাতুন বলেন, ‘পোশাকশিল্পে অবশ্যই সংকট রয়েছে। কিন্তু বড় ক্রেতারা আবার ফিরে আসছেন। সরকারের সহযোগিতাও সবার আগে তৈরি পোশাকশিল্প মালিকরা পেয়েছেন। ফলে শ্রমিকদের বেতন পরিশোধের ক্ষেত্রে অসুবিধা দেখছি না। শ্রমিকদের বাঁচিয়ে রাখা মানবিক ও ব্যবসায়িক দায়িত্ব। ক্রান্তিকালে বড় পরীক্ষা দিতে হয়। তাই শ্রমিকদের এই বিপদে মালিকদের পরীক্ষা দেওয়ার সময় এসেছে। পোশাকশিল্পের স্বার্থেই শ্রমিকদের বাঁচিয়ে রাখতে হবে।’

সর্বশেষ খবর