সোমবার, ১ জুন, ২০২০ ০০:০০ টা

শপথ নিলেন ১৮ বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে স্থায়ী হিসেবে নিয়োগ পাওয়া ১৮ জন বিচারপতিকে ভিডিও কনফারেন্সে শপথ করানোর পর একই দিন রাতে পুনরায় সশরীরে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। গতকাল সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। ভার্চুয়াল শপথ পাঠ অনুষ্ঠানে কারিগরি ত্রুটির কারণে শপথ গ্রহণকারী কোনো কোনো বিচারপতির শপথ গ্রহণ স্পষ্টভাবে শ্রুত না হওয়ায় পুনরায় সশরীরে তাদের শপথ পাঠ করানো হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ সময় সামাজিক দূরত্ব বজায় রাখা হয় বলে জানায় সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের ক্ষমতাবলে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের ২৯ মের প্রজ্ঞাপনমূলে হাই কোর্ট বিভাগের ১৮ জন অতিরিক্ত বিচারককে হাই কোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেওয়ার পর ৩০ মে শনিবার বেলা ৩টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথ পাঠ করান। তবে শপথ পাঠ অনুষ্ঠানে কারিগরি ত্রুটির কারণে শপথ গ্রহণকারী কোনো কোনো বিচারপতির শপথ গ্রহণ স্পষ্টভাবে শ্রুত না হওয়ায় প্রধান বিচারপতি পুনরায় সশরীরে তাদের শপথ পাঠ করানোর প্রয়োজনীয়তা অনুভব করেন। সে অনুসারে শনিবার রাত সাড়ে ৯টায় প্রধান বিচারপতির খাস কামরায় সশরীরে তাদের শপথ পাঠ করান।

এর আগে ২০১৮ সালের ৩০ মে তাদের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি। পরে ওই বছরের ৩১ মে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ নেন তারা। এই ১৮ বিচারপতি হলেন- মো. আবু আহমেদ জমাদার, এ এস এম আবদুল মোবিন, মো. মোস্তাফিজুর রহমান, ফাতেমা নজীব, মো. কামরুল হোসেন মোল্লা, এস এম কুদ্দুস জামান, মো. আতোয়ার রহমান, খিজির হায়াত, শশাঙ্ক শেখর সরকার, মোহাম্মদ আলী, মহিউদ্দিন শামীম, মো. রিয়াজ উদ্দিন খান, মো. খায়রুল আলম, এস এম মনিরুজ্জামান, আহমেদ সোহেল, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান ও কে এম হাফিজুল আলম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর