বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০ ০০:০০ টা

দেড় কোটি ছাড়ালেও গতি কমছে না সংক্রমণের

প্রতিদিন ডেস্ক

দেড় কোটি ছাড়ালেও গতি কমছে না সংক্রমণের

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা এখন অন্তত ১ কোটি ৫২ লাখ। মৃত্যুর সংখ্যাও ৬ লাখ ২১ হাজার। বিভিন্ন দেশের সরকারি প্রতিবেদনের ওপর ভিত্তি করে করা সংবাদ সংস্থা রয়টার্সের টালি অনুযায়ী, নতুন সংক্রমণের হারে কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। খবরে বলা হচ্ছে, শনাক্ত ৪০ লাখ ২৮ হাজারেরও বেশি রোগী নিয়ে বিশ্বে এখন আক্রান্তের সংখ্যায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি ভালো হওয়ার আগে ‘আরও খারাপ হতে পারে’ বলে সতর্ক করেছেন স্বয়ং দেশটির প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্পও। আক্রান্তের সংখ্যায় শীর্ষ পাঁচটি দেশের মধ্যে ব্রাজিল, ভারত, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকাও আছে। কিন্তু আক্রান্তের সংখ্যা দুই আমেরিকা মহাদেশেই সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে বলে দেখাচ্ছে রয়টার্সের টালি।  বৈশ্বিক সংক্রমণের অর্ধেকেরও বেশি এই দুই মহাদেশে এবং অর্ধেক মৃত্যুর ঘটনাও এখানে ঘটেছে। এদিকে আক্রান্ত ও মৃত্যু উভয় ক্ষেত্রে সরকারি সংখ্যা নিশ্চিতভাবে প্রকৃত সংখ্যার চেয়ে কম বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। নির্দিষ্টভাবে যেসব দেশের পরীক্ষার সক্ষমতা কম তাদের ক্ষেত্রে এমনটি ঘটেছে বলে মনে করেন তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা এখন এক কোটি ৫২ লাখের বেশি, যা বার্ষিক নথিবদ্ধ হওয়া গুরুতর ইনফ্লুয়েঞ্জা আক্রান্তের অন্তত তিনগুণ। সাত মাসে মৃত্যুর সংখ্যা ছয় লাখ ২১ হাজার, এটি ইনফ্লুয়েঞ্জায় বার্ষিক মৃত্যুর সর্বোচ্চ সংখ্যার সমান। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত বুধবার যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ১১৯ জন ও নতুন আক্রান্ত ছিল ৬৭ হাজার ১৪০ জন। ব্রাজিলে মৃত্যু ছিল ১ হাজার ৩৪৬ জন এবং নতুন আক্রান্ত ছিল ৪৪ হাজার ৮৮৭ জন। ভারতে মৃত্যু ছিল ৬৭১ জন এবং আক্রান্ত ছিল ৩৯ হাজার ১৬৮ জন। মেক্সিকোতে মৃত্যু ছিল ৩০১ জন এবং আক্রান্ত ছিল ৫ হাজার ১৭২ জন। রাশিয়ায় মৃত্যু ছিল ১৫৩ জন এবং আক্রান্ত ছিল ৫ হাজার ৮৪২ জন। এদিন ২৪ ঘণ্টায় বিশ্বে মোট মৃত্যু ছিল ৫ হাজার ৬৭৮ জন এবং নতুন আক্রান্ত ছিল ২ লাখ ৩৯ হাজার ৩০ জন।

সর্বশেষ খবর