বুধবার, ৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

সীমিত আকারে সব চলবে ৩১ আগস্ট পর্যন্ত

শপিং মল চালু থাকবে রাত ৮টা

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের সংক্রমণ রোধ এবং পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে সরকার আগামী ৩১ আগস্ট পর্যন্ত সব কিছু সীমিত আকারে খোলা রাখার নির্দেশনা দিয়েছে। এই সময়ের মধ্যে সাপ্তাহিক ছুটিও অন্তর্ভুক্ত থাকবে।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩১ আগস্ট পর্যন্ত সব কিছুর ওপর নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে। এর মধ্যেই সব কিছু সীমিত আকারে চলবে। দোকানপাট, শপিং মল, ব্যবসা প্রতিষ্ঠান সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে এই সময়সীমা ছিল সন্ধ্যা ৭টা পর্যন্ত। হাটবাজার, শপিং মল ও দোকানপাটে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে। জরুরি প্রয়োজনে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। পারস্পরিক দূরত্ব ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে। না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি অফিস আদালতে এখনকার মতোই ২৫ শতাংশ কর্মকর্তা উপস্থিত থাকবেন। গণপরিবহনসহ অন্যান্য পরিবহন অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে। শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। সভা, সমাবেশ ও গণজমায়েত বন্ধ থাকবে। কভিড-১৯ এর সংক্রমণ রোধে স্থানীয় সরকার বিভাগ, তথ্য মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগসহ জেলা ও উপজেলা প্রশাসনের ব্যাপক প্রচারণা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখতে হবে। প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এরপর ঈদুল ফিতরের পর ৩১ মে থেকে সরকার সব কিছু সীমিত আকারে চালু করে। পর্যায়ক্রমে সরকার এই সীমিত আকারের পরিধি বাড়াতে থাকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর