বুধবার, ১৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

সম্রাটের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ

আদালত প্রতিবেদক

দুর্নীতির মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম এ আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার তদন্ত চলাকালে আসামি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামীয় স্থাবর সম্পত্তি ১৩১৭.৪৫ বর্গফুটের ফ্ল্যাট যার মিরপুর সাব রেজিস্ট্রি অফিসের দলিল নং- ৮৬০৬ তারিখ-১০/৯/২০১৭ যার ফ্ল্যাট নং-ই ২য় তলা, প্লট নং-৩৯২, মহাখালী ডিওএইচএস ঢাকা এবং ৪২৫০ বর্গফুটের ফ্ল্যাট যার ঢাকা সাব রেজিস্ট্রি অফিসের দলিল নং-৯০৬৮ তারিখ ২৮/১১/২০১১ যার হোল্ডিং  নং-৭৪/১ (৭৪/এ) ৪র্থ কাকরাইল ঢাকা। এর আগে গত ১২ নভেম্বর দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলা করেন। মামলায় সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

সর্বশেষ খবর