শিরোনাম
বুধবার, ১৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

নব্য জেএমবির স্লিপার সেল এফজেড ফোর্সের দুজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সদরঘাট থেকে নব্য জেএমবির স্লিপার সেল ‘এফজেড ফোর্স’ এর দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন (সিটি) বিভাগ। তারা হলেন- সাফফাত ইসলাম ওরফে আবদুল্লাহ ওরফে উইলিয়াম ওরফে আল আরসালান ওরফে মেহেমেদ চাগরি বেগ ও ইয়াছির আরাফাত ওরফে শান্ত। গত সোমবার রাতে গ্রেফতারকৃতদের কাছ থেকে দুটি মোবাইল, একটি চাকু এবং তাদের হাতে লিখিত জঙ্গি তৎপরতার নির্দেশনা ও কর্মপরিকল্পনা সংবলিত ডকুমেন্ট উদ্ধার করা হয়। সিটি বলছে, গ্রেফতারকৃতদের প্রাথমিক টার্গেট ছিল প্রভাবশালী রাজনীতিবিদ এবং নাস্তিক সম্পদশালীদের হত্যা করা।

কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইমরান হোসেন জানান, গ্রেফতারকৃতরা নব্য জেএমবির সামরিক শাখার সদস্য। তারা একটি নতুন গ্রুপে ৭/৮ জন সদস্য একত্রিত হয়ে একটি স্লিপার সেল গঠন করে যার নাম দেয় ‘এফজেড ফোর্স’। এ উদ্দেশ্যে গত ৪ জুলাই সাফফাত ইসলাম রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসা থেকে এবং ইয়াছির আরাফাত কেরানীগঞ্জের নিজ বাসা থেকে কথিত ‘হিজরত’ করেন। পরে তারা সামরিক প্রশিক্ষণ এবং সদস্য সংগ্রহের চেষ্টা করে আসছিলেন। তাদের প্রাথমিক টার্গেট ছিল প্রভাবশালী রাজনীতিবিদ এবং নাস্তিক সম্পদশালীদের হত্যা করা। এ উদ্দেশ্যে তারা অস্ত্র সংগ্রহ এবং বোমা প্রস্তুতের মাধ্যমে নিজেদের সক্ষমতা অর্জনের চেষ্টা করেন। এ ছাড়াও তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য অনলাইন নেটওয়ার্কিং অ্যাপস ব্যবহারের মাধ্যমে একে অন্যের সঙ্গে যোগাযোগ করেন। সংগঠনের কার্যক্রম জোরদার করতে সদস্য সংগ্রহ ও নাশকতামূলক কর্মকান্ড সংগঠনের পরিকল্পনা গ্রহণ করে। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। গতকাল তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।

সর্বশেষ খবর