শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ফেরি নেই পাটুরিয়া ঘাটে ভয়াবহ ভোগান্তি

রাজবাড়ী ও মাদারীপুর প্রতিনিধি

ফেরি নেই পাটুরিয়া ঘাটে ভয়াবহ ভোগান্তি

ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় শতাধিক যানবাহন -বাংলাদেশ প্রতিদিন

নাব্য সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কয়েকদিন ধরে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ফলে দুই পাড়ে আটকা পড়েছে শত শত যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকামুখী যাত্রী ও চালকরা। বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ফেরিঘাট সূত্র জানিয়েছেন, বর্ষার মৌসুমে নাব্য সংকটের কারণে গত শনিবার সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা সব ফেরি বন্ধ রাখা হয়। এতে কাঁঠালবাড়ী ফেরিঘাটেই আটকা পড়ে ২ শতাধিক যানবাহন। শিমুলিয়া ঘাটে আটকা পড়েছে কমপক্ষে ৪০০ গাড়ি। তবে স্বাভাবিক রয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল। ঝুঁকি নিয়ে অবৈধভাবে চলাচল করছে ইঞ্জিনচালিত ছোট ট্রলারও। অবশ্য যাত্রী ও চালকদের দুর্ভোগ কমাতে গত বৃহস্পতিবার রাত থেকে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুটি রো রো ফেরি বাড়িয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। গতকাল দুপুরে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপাক মাহবুবুর রহমান জানান, কয়েকদিন ধরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। চাপ কমাতে রাতে এনায়েতপুরী ও শাহ পরান নামে দুটি বড় ফেরি বাড়ানো হয়েছে। বর্তমানে এ রুটে ১৮টি ফেরি চলছে।

ঘাট এলাকায় যানবাহন চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকদিন ধরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। যে কারণে ট্রাকচালকদের চার দিন পর্যন্ত অপেক্ষা করে ফেরির নাগাল পেতে হচ্ছে। বিশেষ করে গোয়ালন্দ মোড় এলাকায় ট্রাক আটকে রাখায় খোলা আকাশের নিচে যাতযাপন করতে হচ্ছে। আঞ্চলিক মহাসড়কে খোলা আকাশের নিচে থাকার কারণে অনেক জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে। তবে এখন দুটি ফেরি বৃদ্ধি করায় ভোগান্তি কিছুটা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। দৌলতদিয়া ফেরিঘাটের ট্রাফিক ইন্সপেক্টর তারকচন্দ্র পাল জানান, যাত্রীবাহী বাস, ব্যক্তিগত কার ও পচনশীল দ্রব্যের গাড়িগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। যে কারণে অপচনশীল দ্রব্যের ট্রাক চালকদের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। ফেরির সংখ্যা বাড়ায় ভোগান্তি কমছে। তবে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটটি সচল হলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটটি স্বাভাবিক হবে। নাব্য সংকটের বিষয়ে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান গোলাম সাদেক জানিয়েছেন, চ্যানেলটি থেকে পলি অপসারণের জন্য ১১টি ড্রেজার মেশিন দিয়ে কাজ করানো হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর