মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

নভেম্বরের প্রথম দিনেই ভ্যাকসিন ছাড়তে মরিয়া যুক্তরাষ্ট্র

প্রতিদিন ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো মূল্যে আগামী নভেম্বরের প্রথম দিনেই একটি বা দুটি করোনা প্রতিরোধক ভ্যাকসিন বাজারে ছাড়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও দেশটির শীর্ষ করোনা বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউচি এ চেষ্টার ঘোর বিরোধী। তার মতে, কোনো ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়া এ রকম চেষ্টা শুভ হতে পারে না। সূত্র : রয়টার্স, আল জাজিরা, পার্স টুডে। পর্যবেক্ষকরা বলছেন, করোনা ভাইরাস

প্রতিরোধক ভ্যাকসিন এখন ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক বিষয় হয়ে উঠেছে। এই ভ্যাকসিন বাজারে ছাড়তে পারলে শুধু রাশিয়া ও চীনকে জবাব দেওয়াই হবে না, নির্বাচনে ট্রাম্পের বিজয়ও সুনিশ্চিত হতে পারে। প্রশাসন মনে করছে, ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগেভাগে যে কোনো মূল্যে ভ্যাকসিন বাজারে ছাড়তে পারলে তা হবে ট্রাম্পের ভোট ব্যাংকের জন্য বিরাট সম্ভাবনা। এ বিষয়ে মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর মুখপাত্র জানিয়েছেন, সীমিত সংখ্যক ভ্যাকসিন অক্টোবর ও নভেম্বর মাসে আসতে পারে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ৫০টি রাজ্য ও ৫টি বড় শহরের স্বাস্থ্য অফিসারদের সঙ্গে কথা বলা হয়েছে। তিনি উল্লেখ করেন, একটি নয়, দুটি ভ্যাকসিনও ছাড়া হতে পারে। সিডিসি বলছে, প্রথমে এই ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে স্বাস্থ্যকর্মী, নিরাপত্তা কর্মী, হাসপাতালের নার্সসহ হাই রিস্ক গোষ্ঠীর মধ্যে। দেশজুড়ে এই বণ্টনের কাজ করতে রাজ্য গভর্নরদের বলা হয়েছে। তাদের পয়লা নভেম্বর থেকে পূর্ণ দমে কাজ করার প্রস্তুতি রাখতে হবে। অন্যদিকে করোনা বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউচি জানিয়েছেন, ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করতে পুরো নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত সময় লেগে যাবে। সেখানে তার আগেই কীভাবে ভ্যাকসিন বাজারে আসে? উল্লেখ্য, সিডিসি কোন ভ্যাকসিন পয়লা নভেম্বরে ছাড়তে চাইছে এবং এ ব্যাপারে ট্রাম্প প্রশাসনের কী ধরনের নির্দেশনা রয়েছে- সে সম্পর্কে স্পষ্ট কিছু বলছে না।

সর্বশেষ খবর