শিরোনাম
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ওয়াশিংটন পোস্টের জরিপে এগিয়ে জো বাইডেন

সাইফ ইমন

ওয়াশিংটন পোস্টের জরিপে এগিয়ে জো বাইডেন

ওয়াশিংটন পোস্ট গত কয়েক সপ্তাহে ভোটারদের মধ্যে ট্রাম্প এবং বাইডেনকে নিয়ে বিভিন্ন জরিপ চালিয়েছে। এসব জরিপের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে জাতীয় পর্যায়ে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প থেকে ৮ শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন। অতি সাম্প্রতিক জরিপের তথ্য বলছে, বাইডেন আগের চেয়েও বড় ব্যবধানে ট্রাম্প থেকে এগিয়ে রয়েছেন। করোনা আতঙ্কের মধ্যেও জরিপ থেকে আরও জানা যায় যে, মার্কিন নাগরিকদের মধ্যে আসন্ন নির্বাচন নিয়ে আগ্রহ বাড়ছে। নিবন্ধিত ভোটারদের ৬০ শতাংশই নির্বাচন নিয়ে খোঁজখবর রাখছেন। যা এর আগের কোনো প্রেসিডেন্ট নির্বাচনে এতটা ভোটার আগ্রহ দেখা যায়নি। এমনকি ভোট দেওয়ার কথাও জানাচ্ছেন তুলনামূলক বেশিসংখ্যক ভোটার। জরিপে অংশ নেওয়া নিবন্ধিত ভোটারদের ৮৯ শতাংশই জানিয়েছেন তারা ভোট দেবেন। ২০১৬ সালে ভোট পড়েছিল ৮৬ শতাংশ। তবে ৮৯ শতাংশ ভোটারের মধ্যে ৫৫ শতাংশ ডাকযোগে বা আগাম ভোট দেবেন বলে আশা প্রকাশ করেছেন। আর বাকিরা নির্বাচনের দিনই ভোট দেবেন। এবার অন্য যে কোনো বারের চেয়ে ভোটারদের আগ্রহ বেশি থাকায় নির্বাচন নিয়েও উত্তেজনা বাড়ছে দিন দিন।

সুপ্রিম কোর্টের বিচারপতি পদে মনোনয়ন : মার্কিন সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে অ্যামি কোনি ব্যারেটকে আনুষ্ঠানিক মনোনয়ন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে পাশে নিয়ে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে শনিবার ট্রাম্প বক্তৃতা দেন। এ সময় তিনি অ্যামির অকুণ্ঠ প্রশংসা করেন। সিনেটররা নিশ্চিত করলে অ্যামি সদ্য প্রয়াত বিচারপতি রুথ বেইডার গিন্সবার্গের স্থলাভিষিক্ত হবেন। রুথ বেইডার গিন্সবার্গ দেশটির দ্বিতীয় নারী বিচারপতি ছিলেন।

সর্বশেষ খবর