শনিবার, ৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

চাহিদা না বাড়ায় সংকট কাটানো যাচ্ছে না

-আবদুল আউয়াল মিন্টু

চাহিদা না বাড়ায় সংকট কাটানো যাচ্ছে না

বিশিষ্ট ব্যবসায়ী এফবিসিসিআইর সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেছেন, করোনা সংকট এখনো কাটেনি। ব্যবসা-বাণিজ্য যেভাবে স্থবির হয়েছিল তাতে প্রচুর মানুষ তাদের কাজ হারিয়েছে। মানুষের হাতে টাকার পরিমাণ কমেছে। তাদের বেশির ভাগ অংশ কাজ পায়নি। ফলে ভোক্তা চাহিদা আগের তুলনায় অনেক কম। এখন শিল্প প্রতিষ্ঠানগুলো চালু হলেও বিপণন কম হচ্ছে। ব্যবসায়ীদের সামনে এটি বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।

বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু বলেন, অর্থনীতি বৈশ্বিক কর্মকা-ের সঙ্গে সম্পর্কযুক্ত। পৃথিবীর বেশির  ভাগ দেশ এখনো স্বাভাবিক পরিস্থিতিতে ফেরেনি। জীবনযাত্রা হয়তো লকডাউনের মধ্যে নেই। তবে অন্যান্য কর্মকা- বিশেষত আর্থিক কার্যক্রম এখনো অনেক সীমিত। মানুষে কেনাকাটা করছে কম। আমাদের বৈদেশিক বাণিজ্য নির্ভর করে অন্যান্য দেশের কার্যক্রমের ওপর। যেসব দেশে আমরা রপ্তানি করি তাদের চাহিদা আগের তুলনায় অর্ধেক বা তারও কম। তিনি বলেন, সরকার অতিরিক্ত ঋণ সুবিধা দিয়েছে কিন্তু এই ঋণ সুবিধা থেকে যে পরিমাণ উৎপাদন প্রয়োজন হবে তা করা সম্ভব নয়। নতুন করে কোনো কর্মসংস্থান সৃষ্টি হয়নি। বিপুল পরিমাণ মানুষ সীমিত আয়ের মধ্যে চলছে। ফলে ব্যবসায়ীদের এই ধাক্কা সামলানো খুব কঠিন হচ্ছে। এখন আমাদের কর্মসংস্থান সৃষ্টি করা জরুরি। দেশের কমপক্ষে ৫০ শতাংশ মানুষ যারা ক্ষুদ্র ব্যবসা করছে, ছোট চাকরি করত তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থনীতি স্বাভাবিক গতিতে ফেরাতে হলে তাদের দিকে নজর দিতে হবে। কৃষি খাতে বিপুল পরিমাণ সম্ভাবনা রয়েছে। এই খাত আমাদের এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছে।

সর্বশেষ খবর