শনিবার, ৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

কত দ্রুত স্বাভাবিক উৎপাদনে যেতে পারি সেটাই চ্যালেঞ্জ

-আফতাব উল ইসলাম

কত দ্রুত স্বাভাবিক উৎপাদনে যেতে পারি সেটাই চ্যালেঞ্জ

বিশিষ্ট ব্যবসায়ী আফতাব উল ইসলাম বলেছেন, আমাদের সামনে এখন মূল চ্যালেঞ্জ উৎপাদন ও বিপণন প্রক্রিয়া কত দ্রুত স্বাভাবিক করতে পারি। রাষ্ট্রীয় বা ব্যাংকিং সুবিধা সঠিক সময় ব্যবসায়ীরা পেয়েছেন। এখন আমাদের উদ্যোক্তারা কত দ্রুত কারখানায় স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারেন সেটাই বড় ব্যাপার। বাংলাদেশ প্রতিদিনের কাছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) সাবেক সভাপতি এসব কথা বলেন।

আফতাবুল ইসলাম বলেন, দক্ষিণ এশিয়ার অন্য যে কোনো দেশের তুলনায় আমাদের পরিস্থিতি ভালো। দ্রুত সময়ের মধ্যে আমাদের ব্যবসায়িক কর্মকান্ড প্রায়  স্বাভাবিক গতি পেয়েছে। বাজারে তুলনামূলক চাহিদা কম থাকায় আমরা পুরো উৎপাদনে হয়তো যেতে পারিনি। তবে অর্থনীতির সব সূচকে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। শুধু আমদানি কম হচ্ছে। তবে দ্রুত সময়ের মধ্যে তা স্বাভাবিক হবে বলে আমার মনে হয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী সঠিক সময়ে প্রণোদনা ঘোষণা ও বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। যার সুফল এখন আমরা পাচ্ছি। ঋণ পরিশোধে সেপ্টেম্বর পর্যন্ত সুযোগ বৃদ্ধি করে ডিসেম্বর করা হয়েছে। ব্যবসায়ীরা নতুন উদ্দীপনা নিয়ে কাজ করছেন। ইতিমধ্যে আমাদের বিদেশি ক্রেতারা ফিরে আসছেন। রপ্তানি কয়েক মাসের মধ্যেই স্বাভাবিক পরিস্থিতি থেকে অনেক উন্নতি হবে। যেহেতু অনেক দেশের চেয়ে আমাদের পরিস্থিতি ভালো তাই আমরা সুবিধাও বেশি পাব। দেশের পুরো আর্থিক খাতের চিত্র ইতিবাচকভাবে বদলে যাবে।

সর্বশেষ খবর