শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মানবিক সাহায্যে দলীয় কর্মীরা প্রাধান্য পেয়েছে

-রেবুতী মন্ডল

মানবিক সাহায্যে দলীয় কর্মীরা প্রাধান্য পেয়েছে

জয়পুরহাটের দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রেবুতী মন্ডল বলেছেন, করোনা কালে মানুষ যখন আতঙ্কে এবং খাদ্য কষ্টে দিশাহারা হয়ে পড়েছিল, সত্যিকার অর্থে তখন রাজনৈতিক দলগুলোকে যেভাবে অসহায়দের পাশে এগিয়ে আসা প্রয়োজন ছিল তা দেখা যায়নি। নেতাদের ফটোসেশনে বেশি মনোযোগী মনে হয়েছে। খাদ্য সহায়তায় সাধারণ গরিব মানুষের চেয়ে  দলীয় কর্মী-সমর্থকদের প্রাধান্য দেওয়া হয়েছে। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব মাইনিং মিনারোলজি অ্যান্ড মেটারোলজি নিজ উদ্যোগে মানুষের মাঝে স্যানিটাইজার বিতরণ, জয়পুরহাট পৌরসভার জনপ্রতিনিধিদের সামাজিক কর্মকান্ডের কথা উল্লেখ করে জেলায় যুবক এবং কিশোরদের মাস্ক বিতরণ, স্যানিটাইজার তৈরি তাকে উদ্বুদ্ধ এবং উৎসাহিত করেছে। তিনি নিজেও সচেতনতামূলক কর্মকান্ডে অংশ গ্রহণ করেছেন। দ্বিতীয় ধাপে করোনার প্রভাব আসলে তিনি তা সম্মিলিতভাবে মোকাবিলার আহব্বান জানান জেলার বিত্তবানদের।

সর্বশেষ খবর