রবিবার, ২৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

আজ মহানবমী

নিজস্ব প্রতিবেদক

আজ মহানবমী

মহাঅষ্টমী এবং সন্ধি পূজার আয়োজনে মহাঅষ্টমী পালিত হয়েছে। আজ মহানবমী। এবার অষ্টমীতে রাজধানীতে হয়নি কুমারী পূজা। করোনা মহামারীর কারণে অষ্টমী পূজা পালিত হলেও নেই কোনো উৎসবের আয়োজন।

পঞ্জিকা মতে, গতকাল বেলা ১১টা ৪৯ মিনিটে নবমী তিথি শুরু হয়ে আজ বেলা ১১টা ১২ মিনিট পর্যন্ত স্থায়ী হয়। এর মধ্যে নবমী পূজা সম্পন্ন করবেন পূজা মন্ডপের পুরোহিতরা। নবমী পূজার মধ্যদিয়ে বাজবে দেবী দুর্গার বিদায়ের সুর। এ বছর করোনাভাইরাস মহামারীর কারণে  দেশজুড়ে কমেছে মন্ডপের সংখ্যা। মন্ডপ প্রাঙ্গনে উৎসব আমেজের বদলে রয়েছে করোনা ঠেকাতে সতর্কতা। মাস্ক ছাড়া মন্দিরে প্রবেশে রয়েছে নিষেধাজ্ঞা। জনাসমগমে সংক্রামক ব্যাধি করোনা ছড়াতে পারে। তাই বয়স্ক ব্যক্তিদের মন্দিরে আসতে অনুৎসাহিত করা হচ্ছে। দেবীর পায়ে অঞ্জলি দেওয়ার আশায় সকাল থেকে উপবাস থাকেন ভক্তবৃন্দ। কিন্তু সবাই একযোগে মন্ডপে আসলে জনসমাগম বাড়বে। তাই ভার্চুয়ালি অঞ্জলি দিতে উৎসাহিত করছেন পূজা কমিটি। কেন্দ্রীয় মন্দির ঢকেশ্বরী থেকে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে অঞ্জলি। গতকাল অষ্টমী পূজার অঞ্জলি দিয়েছেন উপবাসরত ভক্তবৃন্দ। গতকাল বেলা ১১টা ২৪ মিনিট পর্যন্ত স্থায়ী ছিল অষ্টমী তিথি। পূজা শেষে চলে অঞ্জলি প্রদান। বেলা ১১টায় সন্ধি পূজা শুরু হয়ে শেষ হয়েছে বেলা ১১টা ৪৮ মিনিটে। আগামীকাল দশমী পূজায় দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর