বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে এক দিনেই দেড় লক্ষাধিক রোগী শনাক্ত, মৃত্যু ৮৮৯

প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রে এক দিনেই নতুন করে দেড় লক্ষাধিক মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, সোমবার দেশটিতে ১ লাখ ৬৯ হাজার ১৯০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ৮৮৯ জনের।

এ ছাড়া আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট ১ কোটি ২৭ লাখ ৭৮ হাজার ৯২৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ২ লাখ ৬৩ হাজার ৭০১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বাংলাদেশ সময় গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ১৪ লাখ ৪ হাজার ৭২৫-এ দাঁড়িয়েছে। এই সময়ে বিশ্বে করোনায় সংক্রমিত মোট শনাক্ত মানুষের সংখ্যা দাঁড়ায় ৫ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ৪১৩-তে। করোনা আক্রান্তের হিসাবে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তবে মৃতের সংখ্যার দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে দেশটি। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের সংখ্যা ৯১ লাখ ৭৯ হাজার ৪২৫ আর করোনায় মারা গেছেন ১ লাখ ৩৪ হাজার ২৭৩ জন। বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে ব্রাজিল। তবে মৃতের সংখ্যায় বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। ব্রাজিলে মারা গেছেন ১ লাখ ৬৯ হাজার ৫৪১ জন। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের সংখ্যা ৬০ লাখ ৮৮ হাজার ৪। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারের বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এ ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সর্বশেষ খবর