শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

অতিথি পাখিতে মুখরিত ইবি ক্যাম্পাস

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

অতিথি পাখিতে মুখরিত ইবি ক্যাম্পাস

অতিথি পাখির কলকাকলিতে মুখর কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সুদূর সাইবেরিয়া থেকে আসা এসব পাখির অভয়ারণ্য হয়ে উঠেছে বিশ^বিদ্যালয়ের দৃষ্টিনন্দন লেক। করোনার কারণে ক্যাম্পাস জনশূন্য হওয়ায় অন্য বছরের তুলনায় এবার দেখা মিলছে অধিক সংখ্যক পাখির। যা বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ দর্শনার্থীদের মুগ্ধ করছে। সেপ্টেম্বর-অক্টোবরের দিকে হিমালয়ের উত্তরে সাইবেরিয়া অঞ্চলে চাদর মুড়ি দিয়ে নামে হাড় কাঁপানো শীত। আর এ শীত সহ্য করতে না পেরে তুলনামূলক কম শীত অঞ্চলের দিকে ছুটে আসে পাখিরা। তাই প্রতি বছর উষ্ণতার খোঁজে নাতিশীতোষ্ণ অঞ্চল বাংলাদেশে পাড়ি জমায় তারা। গত কয়েক বছর ধরে ইসলামী বিশ^বিদ্যালয়ের লেক এলাকায়ও আসছে এসব পাখি। এখানে আসা বেশির ভাগ পাখিই হাঁসজাতীয়। এদের মধ্যে সবচেয়ে বেশি সরালি হাঁস। এ ছাড়া ল্যাঞ্জা হাঁস, খুনতে হাঁস, বালিহাঁস, মানিকজোড় প্রভৃতিও রয়েছে। আকাশে উড়ে বেড়ানোসহ জলকেলিতে মেতে উঠছে এসব পাখি। কোনোটা সাঁতার কাটছে, কোনোটা মনের সুখে উড়ে বেড়াচ্ছে আকাশে, আবার কোনোটা গাছের এ-ডাল থেকে ও-ডাল ঘুরে নেমে আসছে পানিতে। কিছু আবার পালকের ভিতর মুখ গুঁজে রোদ পোহাচ্ছে। পাখিদের এ রকম খুনসুটি আর কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস।

 অতিথি পাখি দেখতে অনেকেই আসছেন বিশ্ববিদ্যালয়ের লেকে। তবে লেকে কচুরিপানা থাকায় পাখিরা স্বাচ্ছন্দ্যে বিচরণ করতে পারছে না বলে দর্শনার্থীদের অভিযোগ। লেকে ঘুরতে আসা আরবি ভাষা ও সাহিত্য বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রায়হান বাদশা বলেন, ক্যাম্পাস বন্ধ থাকায় অন্যান্য বছরের তুলনায় অতিথি পাখির সংখ্যা এবার বেশি। লেকে কচুরিপানা থাকায় পাখিরা অবাধে বিচরণ করতে পারছে না।

সর্বশেষ খবর