মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

দ্বিতীয় ধাপে প্রণোদনার সময় এসেছে

-কাজী আকরাম উদ্দিন আহমদ

দ্বিতীয় ধাপে প্রণোদনার সময় এসেছে

করোনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সংকট মোকাবিলায় দ্বিতীয় ধাপে আরেকটা প্রণোদনা দেওয়ার সময় এসেছে বলে মনে করেন এফবিসিসিআইর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ। তার মতে, করোনায় দেশের ৮০ থেকে ৯০ শতাংশ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। যদিও করোনাকালে পোশাক রপ্তানিতে কিছুটা ভালো করেছি। রেমিট্যান্সেও আমরা ভালো করেছি। কিন্তু এটা কত দিন চলবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন কাজী আকরাম উদ্দিন আহমদ। তিনি বলেন, ব্যাংকগুলো এখন চাপে আছে। তাদেরও একটা সীমা আছে। ব্যাংকগুলো কীভাবে এত ঋণ দেবে। বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে টাকা দিয়ে বলছে- দুই তিন মাসের মধ্যে ফেরত দিতে হবে। কিন্তু এভাবে তো ব্যাংকগুলো ব্যবসায়ীদের টাকা দিতে পারে না। দেশের এই শীর্ষ ব্যবসায়ী নেতা বলেন, সরকারকে বড় প্রকল্পের অর্থায়ন নিশ্চিত করতে হবে। বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোকেও চাঙ্গা করতে হবে। কাজী আকরাম উদ্দিন আহমদ আরও বলেন, আমি লোহার ব্যবসা করি। করোনায় আমার নিজের ব্যবসাও ক্ষতিগ্রস্ত হয়েছে। কনস্ট্রাকশন বন্ধ। বাজারে ক্রেতা নেই। বেচাকেনাও নেই। শুধু দেশের শিল্প-কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে এমন নয়, সারা বিশ্বেই ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথম দফা সংক্রমণের পর এখন দ্বিতীয় দফার সংক্রমণ কত দিন স্থায়ী হবে, বলা যাচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার দ্বিতীয় দফা সংক্রমণ মোকাবিলায় প্রস্তুত আছে। তিনি বলেন, সরকারের কী ধরনের প্রস্তুতি আছে, তা আমরা জানি না। তবে প্রথম দফায় করোনা সংক্রমণের সময় সরকারের প্রণোদনা সুবিধা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর উদ্যোগ সবার প্রশংসা কুড়িয়েছে। তবে কিছু কিছু ব্যাংক সমস্যা করলেও আমরা খুব দ্রুত প্রণোদনা সহায়তা পেয়েছি। আমাদের প্রধানমন্ত্রী মানবিক। তিনি শিল্প-বাণিজ্যের বিষয়ে সচেতন। আশা করছি- করোনার দ্বিতীয় টেউ মোকাবিলায়ও দেশে শিল্প-কারখানা রক্ষায় উদ্যোগ নেবেন প্রধানমন্ত্রী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর