করোনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সংকট মোকাবিলায় দ্বিতীয় ধাপে আরেকটা প্রণোদনা দেওয়ার সময় এসেছে বলে মনে করেন এফবিসিসিআইর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ। তার মতে, করোনায় দেশের ৮০ থেকে ৯০ শতাংশ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। যদিও করোনাকালে পোশাক রপ্তানিতে কিছুটা ভালো করেছি। রেমিট্যান্সেও আমরা ভালো করেছি। কিন্তু এটা কত দিন চলবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন কাজী আকরাম উদ্দিন আহমদ। তিনি বলেন, ব্যাংকগুলো এখন চাপে আছে। তাদেরও একটা সীমা আছে। ব্যাংকগুলো কীভাবে এত ঋণ দেবে। বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে টাকা দিয়ে বলছে- দুই তিন মাসের মধ্যে ফেরত দিতে হবে। কিন্তু এভাবে তো ব্যাংকগুলো ব্যবসায়ীদের টাকা দিতে পারে না। দেশের এই শীর্ষ ব্যবসায়ী নেতা বলেন, সরকারকে বড় প্রকল্পের অর্থায়ন নিশ্চিত করতে হবে। বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোকেও চাঙ্গা করতে হবে। কাজী আকরাম উদ্দিন আহমদ আরও বলেন, আমি লোহার ব্যবসা করি। করোনায় আমার নিজের ব্যবসাও ক্ষতিগ্রস্ত হয়েছে। কনস্ট্রাকশন বন্ধ। বাজারে ক্রেতা নেই। বেচাকেনাও নেই। শুধু দেশের শিল্প-কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে এমন নয়, সারা বিশ্বেই ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথম দফা সংক্রমণের পর এখন দ্বিতীয় দফার সংক্রমণ কত দিন স্থায়ী হবে, বলা যাচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার দ্বিতীয় দফা সংক্রমণ মোকাবিলায় প্রস্তুত আছে। তিনি বলেন, সরকারের কী ধরনের প্রস্তুতি আছে, তা আমরা জানি না। তবে প্রথম দফায় করোনা সংক্রমণের সময় সরকারের প্রণোদনা সুবিধা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর উদ্যোগ সবার প্রশংসা কুড়িয়েছে। তবে কিছু কিছু ব্যাংক সমস্যা করলেও আমরা খুব দ্রুত প্রণোদনা সহায়তা পেয়েছি। আমাদের প্রধানমন্ত্রী মানবিক। তিনি শিল্প-বাণিজ্যের বিষয়ে সচেতন। আশা করছি- করোনার দ্বিতীয় টেউ মোকাবিলায়ও দেশে শিল্প-কারখানা রক্ষায় উদ্যোগ নেবেন প্রধানমন্ত্রী।
শিরোনাম
- ভারতের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- সিলেট টেস্ট : অভিষেক হওয়া কে এই হাসান মুরাদ?
- রাজধানীতে ককটেল বিস্ফোরণ করা যুবককে গণপিটুনি
- আবার ঢাকায় আসছেন অনুভ জৈন
- দিল্লি পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র
- ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালক পুড়ে অঙ্গার
- আমি ট্রাম্পকে ভয় পাই না: জেলেনস্কি
- রাজধানীর যেসব স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করলো ডিএমপি
- সংকটে সক্ষমতা হারাচ্ছেন করদাতারা
- জটিল ঘূর্ণিপাকে রাজনীতি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১১ নভেম্বর)
- ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় ৩১ বন্দি নিহত
- নির্বাচনে পোস্টার ব্যবহার করা যাবে না
- মোবাইল ফোনে ৫৭% শুল্ক প্রত্যাহারের দাবি
- আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ
- বেড়েছে সাত ধরনের অপরাধ, অক্টোবরে তিন শতাধিক হত্যা
- কুড়িগ্রামে বিএনপি নেতা হুমায়ুন কবীরের বহিস্কারাদেশ প্রত্যাহার
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত
- বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
- দিনাজপুরে বিএনপি'র সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন বাতিল দাবিতে বিক্ষোভ
দ্বিতীয় ধাপে প্রণোদনার সময় এসেছে
-কাজী আকরাম উদ্দিন আহমদ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর