বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
প্রকৃতি

পদ্মায় ২৫ কেজির বোয়াল

রাজবাড়ী প্রতিনিধি

পদ্মায় ২৫ কেজির বোয়াল

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে ২৫ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। মাছটি পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৭৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

গতকাল ভোরে দৌলতদিয়ার জেলে কালী হলদারের জালে মাছটি ধরা পড়ার পর স্থানীয় আড়তে বিক্রি করেন তিনি। আড়ত থেকে দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী নূর মিয়া মাছটি কিনে ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, গতকাল ভোররাতে পদ্মা নদীতে জাল ফেলেন কালী হলদার। ঘণ্টাখানের পর জাল তুলতেই বোয়াল মাছটি দেখতে পান। সেখান থেকে আড়তে আনলে ২ হাজার ৭০০ টাকা কেজি দরে ৬৮ হাজার ৭৫০ টাকা দিয়ে স্থানীয় ব্যবসায়ী নূর মিয়া মাছটি কিনে নেন। মাছ ব্যবসায়ী নূর মিয়া জানান, এখন পদ্মায় মাঝে মাঝে বড় মাছ ধরা পড়ছে। গতকাল সকালে ২৫ কেজি ওজনের বোয়াল মাছটি কিনে নেওয়ার পর ৩ হাজার টাকা কেজি দরে ৭৫ হাজার টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করেন তিনি। জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, এখন পদ্মায় বেশ বড় মাছ পাওয়া যাচ্ছে। পদ্মা নদীতে মাছের অভয়ারণ্য তৈরি করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর