বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

সাড়ে আট মাসে সর্বনিম্ন সংক্রমণ হার

২৪ ঘণ্টায় শনাক্ত ১৩৬৭, মৃত্যু ৩০

নিজস্ব প্রতিবেদক

সাড়ে আট মাসে সর্বনিম্ন সংক্রমণ হার

দেশে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৯৩২টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৩৬৭ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ছিল ৮ দশমিক ৫৮ শতাংশ, যা গত আট মাস ১২ দিনের মধ্যে সর্বনিম্ন। এর চেয়ে কম ৬ দশমিক শূন্য ৮ শতাংশ সংক্রমণ হার ছিল গত ১১ এপ্রিল। গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনা সংক্রমণের সর্বশেষ তথ্য তুলে ধরা হয়। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আরও ৩০ জন। এ নিয়ে গতকাল পর্যন্ত ভাইরাসটির কারণে মারা গেছেন ৭ হাজার ৩৫৯ জন। এখন পর্যন্ত সংক্রমণ শনাক্ত হয়েছে মোট ৫ লাখ ৪ হাজার ৮৬৮ জনের দেহে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৪১৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৪ লাখ ৪৪ হাজার ৩৪৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক শূন্য ১ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩০ জনের মধ্যে ২১ জন ছিলেন পুরুষ ও নয়জন নারী। সবারই মৃত্যু হয়েছে হাসপাতালে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ১৮ জন ছিলেন ষাটোর্ধ্ব, পাঁচজন পঞ্চাশোর্ধ্ব, পাঁচজন চল্লিশোর্ধ্ব ও দুজনের বয়স ছিল ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। এর মধ্যে ১৬ জন ঢাকা, নয়জন চট্টগ্রাম, দুজন রংপুর এবং একজন করে ছিলেন রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বাসিন্দা।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর