শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
কৃষি

ধান ভাঙার মেশিন যাচ্ছে বাড়ি বাড়ি

মোশাররফ হোসেন বেলাল, ব্রাহ্মণবাড়িয়া

ধান ভাঙার মেশিন যাচ্ছে বাড়ি বাড়ি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলতি মৌসুমে আমন ধান কাটা প্রায় শেষ পর্যায়ে। কৃষকরা এখন নতুন ধান শুকিয়ে গোলায় তোলার কাজ করছেন। সেই সঙ্গে শুকানো ধান ভাঙতে এখন ব্যস্ত গৃহস্থ ও কৃষকরা। এদিকে নতুন ধানকে কেন্দ্র করে তথ্যপ্রযুক্তির কল্যাণে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে ধান ভাঙার মেশিনও। গ্রামাঞ্চলে উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহারে তৈরি করা ধান ভাঙার মেশিন এখন সর্বত্র বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আধুনিক পদ্ধতি চালু হওয়ায় ধান ভাঙানোর জন্য গৃহস্থদের হাটবাজার কিংবা মিল বাড়িতে এখন আর যেতে হচ্ছে না। ঘরে বসেই পাচ্ছে ধান ভাঙার সুবিধা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর