‘আমরা একটা দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের মানসিক একটা পরিবর্তন হচ্ছে। করোনার কারণে এ পরিবর্তন আরও বেশি হয়েছে কারণ বাইরে যাওয়ার সুযোগ কমে গেছে। ফলে মানুষ ঘরমুখী হয়েছে। এতে পর্নোগ্রাফি দেখার সুযোগ বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে মানুষ এখন শারীরিক ও মানসিকভাবে খুব অস্থির।’ নারীপক্ষ’-এর সদস্য ও নারীনেত্রী রেহানা সামদানী গতকাল বাংলাদেশ প্রতিদিনকে এসব বলেন। তিনি বলেন, ধর্ষণের মতো অপরাধ কমানোর শাস্তি মৃত্যুদন্ড হতে পারে না। ধর্ষণ এক ধরনের সামাজিক ব্যাধি ও মানসিক অসুস্থতা। সবার হাতে এখন মোবাইল ফোন আছে। রাতে কর্মক্ষেত্র থেকে যখন আমি বাড়ি ফিরি দেখি আমার বাসার সামনের বাড়ির সিকিউরিটি গার্ডের ছেলেরা একসঙ্গে বসে কিছু একটা দেখছে। যেহেতু তাদের পর্নোগ্রাফি দেখার সুযোগ রয়েছে, এ থেকে তাদের মধ্যে এক ধরনের শারীরিক আকুতি তৈরি হয়। আর তা মেটাবার জন্য তারা সুযোগ খোঁজে। রেহানা সামদানী বলেন, ধর্ষণের মতো অপরাধ প্রতিরোধে স্কুল পর্যায় থেকে শুরু করে প্রতিটি জায়গায় এক ধরনের সচেতনতা তৈরি করতে হবে। শুধু মৃত্যুদন্ড ও শাস্তি দিয়েই এ অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আমার মনে হয় এ অবস্থা নিয়ন্ত্রণে এখন কিশোরদের এক ধরনের মানসিক শিক্ষার প্রয়োজন। আর এ সহযোগিতা যে যার জায়গা থেকেই করা উচিত। এ দায়িত্ব রাষ্ট্রের একার নয়। এ ছাড়া শিশু-কিশোরদের পাঠ্যপুস্তকে প্রজননস্বাস্থ্য বিষয়ে যে অধ্যায়গুলো আছে তা ঠিকভাবে শিক্ষার্থীদের পড়ানো হয় না। অনেক শিক্ষক এটা কীভাবে পড়াতে হয় তাও জানেন না। এ জন্য শিক্ষকদের প্রশিক্ষণ দরকার। তখন স্কুল-কলেজে শিক্ষাকালীন যে ধর্ষণের ঘটনা ঘটছে সেগুলো কমে আসবে।
শিরোনাম
- দিল্লি পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র
- ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালক পুড়ে অঙ্গার
- আমি ট্রাম্পকে ভয় পাই না: জেলেনস্কি
- রাজধানীর যেসব স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করলো ডিএমপি
- সংকটে সক্ষমতা হারাচ্ছেন করদাতারা
- জটিল ঘূর্ণিপাকে রাজনীতি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১১ নভেম্বর)
- ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় ৩১ বন্দি নিহত
- নির্বাচনে পোস্টার ব্যবহার করা যাবে না
- মোবাইল ফোনে ৫৭% শুল্ক প্রত্যাহারের দাবি
- আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ
- বেড়েছে সাত ধরনের অপরাধ, অক্টোবরে তিন শতাধিক হত্যা
- কুড়িগ্রামে বিএনপি নেতা হুমায়ুন কবীরের বহিস্কারাদেশ প্রত্যাহার
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত
- বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
- দিনাজপুরে বিএনপি'র সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন বাতিল দাবিতে বিক্ষোভ
- সরকারি মেডিকেলে ভর্তিতে আসন কমল
- বগুড়ায় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
- ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার
- বগুড়ায় ‘রাষ্ট্র সংস্কারের নবযাত্রা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক সভা
পর্নোগ্রাফি দেখার সুযোগ বৃদ্ধি পাওয়ায় মানুষ এখন মানসিকভাবে অস্থির
-রেহানা সামদানী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর