বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

নতুন বছরে আরও এক শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় শনাক্ত ৩৯৬, মৃত্যু ১৩

নিজস্ব প্রতিবেদক

দেশে করোনাভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ১০ বছরের কম বয়সী দ্বিতীয় শিশুমৃত্যুর ঘটনা ঘটল। এর আগে গত ৪ জানুয়ারি নতুন বছরে প্রথম শিশুমৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। 

এদিকে গতকাল পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণের ১১ মাস ৮ দিনে দেশে মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ২৯৮ জনের। সর্বাধিক মৃত্যু হয়েছে ষাটোর্ধ্ব মানুষের। সবচেয়ে কম মারা গেছে ১০ বছরের কম বয়সী শিশু। গতকাল পর্যন্ত ১০ বছরের কম বয়সী ৩৭টি শিশুর মৃত্যু হয়েছে। ষাটোর্ধ্ব মানুষ মারা গেছেন ৪ হাজার ৬০৭ জন। সংশ্লিষ্টরা বলছেন, করোনায় শিশুরা প্রাকৃতিকভাবেই সুরক্ষিত। তবে প্রতি ২২২টি মৃত্যুর মধ্যে একটি শিশু  রয়েছে। এই শিশুটি যে কোনো পরিবারেরই হতে পারে। তাই সচেতনতার বিকল্প নেই। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৮৮টি নমুনা পরীক্ষায় ৩৯৬ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৬৮ শতাংশ। একই সময়ে মারা গেছেন ১৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৭৫১ জন। গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৪১ হাজার ৪৩৪ জন। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ২৯৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৮৮ হাজার ৬২১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ২৫ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে ১০ জন ছিলেন পুরুষ ও ৩ জন নারী। সবার মৃত্যু হয়েছে হাসপাতালে। বয়স বিবেচনায় ৬ জন ছিলেন ষাটোর্ধ্ব, ৩ জন পঞ্চাশোর্ধ্ব, ২ জন চল্লিশোর্ধ্ব, একজন ত্রিশোর্ধ্ব ও একজনের বয়স ছিল ১০ বছরের কম। এর মধ্যে ৯ জন ঢাকা, ২ জন চট্টগ্রাম, একজন বরিশাল ও একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্তের তথ্য জানানো হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর