বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

জামালপুরে পাঁচ জেএমবি সদস্যের ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি

জামালপুরে পাঁচ জেএমবি (জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ) সদস্যকে ১৫ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছে জামালপুর বিশেষ আদালত। গতকাল দুপুরে জামালপুর বিশেষ আদালতের বিচারক স্পেশাল জজ মোহাম্মদ জহিরুল কবির এ দন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন ময়মনহিংহের মুক্তাগাছা উপজেলার গয়েশপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে কারি সাইদুর রহমান (৪০), চন্ডীমন্ডপ গ্রামের নবাব আলীর ছেলে আক্কাস আলী (৩৮), জামালপুর সদর উপজেলার চিথলিয়া গ্রামের ফয়েজ আলীর ছেলে সাইদুল মিয়া (৪৮), দখলপুর গ্রামের সেকান্দর আলীর ছেলে মো. রুকনুজ্জামান (৩১) ও বন্দ চিথলিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে আজিজুল হক (৫০)।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি মোহাম্মদ খাজা আলম জানান, ২০০৯ সালের ১৫ জুলাই গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর উপজেলার বন্ধ চিথলিয়া গ্রামের আজিজুল হকের বসতঘরে অভিযান               চালায় ময়মনসিংহ র‌্যাব-৯। এ সময় নাশকতামূলক কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে লোহার পাইপের শর্ট পিস, কাচের বোতল, আনুসঙ্গিক বিস্ফোরকদ্রব্য, জিহাদি বইসহ জেএমবির সক্রিয় সদস্য কারি সাইদুর রহমান ও আক্কাস আলীকে আটক করা হয়। পরে তাদের তথ্যমতে একই অভিযোগে সাইদুল মিয়া, মো. রুকনুজ্জামান ও আজিজুল হককে আটক করা হয়। আটকের পর তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে জামালপুর সদর থানায় মামলা হয়।

সর্বশেষ খবর