সিলেট নগরীর বন্দরবাজারে ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমদের খুনিদের শনাক্ত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল বন্দরবাজারের বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজে হামলায় অন্তত পাঁচজন অংশ নিয়েছিল এমন প্রমাণ পেয়েছে পুলিশ। তবে হত্যার তিন দিন পেরিয়ে গেলেও এখনো এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে মামলার অন্যতম আসামি নোমান হাছনুরের অটোরিকশা জব্দ করেছে পুলিশ। এদিকে, হত্যার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সিলেটের সব ব্যাংকের কর্মকর্তারা আন্দোলনে নেমেছেন। গতকাল তারা বিশাল মানববন্ধন করেছেন। একই কর্মসূচি ঢাকায়ও পালিত হয়েছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বি এম আশরাফ উল্লাহ তাহের জানান, ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরাগুলোর ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা গেছে অটোরিকশা চালক নোমান হাছনুরসহ অন্তত ৪-৫ জন হামলায় অংশ নিয়েছেন। ফুটেজ দেখে হামলাকারী শনাক্ত করা হয়েছে। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। সোমবার সন্ধ্যায় মহানগরীর জালালাবাদ থানাধীন সাহাপুর থেকে আসামি নোমান হাছনুর অটোরিকশাটি (সিলেট থ ১২-৪২৭০) জব্দ করেছে পুলিশ। আশরাফ উল্লাহ জানান, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা ছাড়াও ইতিমধ্যে কয়েকজন প্রত্যক্ষদর্শীর জবানবন্দি নেওয়া হয়েছে। এদিকে, মওদুদ আহমদ হত্যার প্রতিবাদে ও খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে গতকাল বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছেন বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। অবিলম্বে হত্যায় জড়িতদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন তারা। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় বন্দরবাজার এলাকায় ভাড়া নিয়ে বাকবিতন্ডার হরিপুর অগ্রণী ব্যাংকের কর্মকর্তা মওদুদ আহমদকে মারপিট করে সিএনজি অটোরিকশা চালকরা। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়। রাতেই মারা যান তিনি।
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
ব্যাংক কর্মকর্তা হত্যায় অংশ নেয় পাঁচজন
অধরা অভিযুক্তরা, আন্দোলনে ব্যাংকাররা
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর