সিলেট নগরীর বন্দরবাজারে ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমদের খুনিদের শনাক্ত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল বন্দরবাজারের বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজে হামলায় অন্তত পাঁচজন অংশ নিয়েছিল এমন প্রমাণ পেয়েছে পুলিশ। তবে হত্যার তিন দিন পেরিয়ে গেলেও এখনো এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে মামলার অন্যতম আসামি নোমান হাছনুরের অটোরিকশা জব্দ করেছে পুলিশ। এদিকে, হত্যার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সিলেটের সব ব্যাংকের কর্মকর্তারা আন্দোলনে নেমেছেন। গতকাল তারা বিশাল মানববন্ধন করেছেন। একই কর্মসূচি ঢাকায়ও পালিত হয়েছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বি এম আশরাফ উল্লাহ তাহের জানান, ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরাগুলোর ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা গেছে অটোরিকশা চালক নোমান হাছনুরসহ অন্তত ৪-৫ জন হামলায় অংশ নিয়েছেন। ফুটেজ দেখে হামলাকারী শনাক্ত করা হয়েছে। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। সোমবার সন্ধ্যায় মহানগরীর জালালাবাদ থানাধীন সাহাপুর থেকে আসামি নোমান হাছনুর অটোরিকশাটি (সিলেট থ ১২-৪২৭০) জব্দ করেছে পুলিশ। আশরাফ উল্লাহ জানান, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা ছাড়াও ইতিমধ্যে কয়েকজন প্রত্যক্ষদর্শীর জবানবন্দি নেওয়া হয়েছে। এদিকে, মওদুদ আহমদ হত্যার প্রতিবাদে ও খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে গতকাল বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছেন বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। অবিলম্বে হত্যায় জড়িতদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন তারা। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় বন্দরবাজার এলাকায় ভাড়া নিয়ে বাকবিতন্ডার হরিপুর অগ্রণী ব্যাংকের কর্মকর্তা মওদুদ আহমদকে মারপিট করে সিএনজি অটোরিকশা চালকরা। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়। রাতেই মারা যান তিনি।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা