সিলেট নগরীর বন্দরবাজারে ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমদের খুনিদের শনাক্ত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল বন্দরবাজারের বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজে হামলায় অন্তত পাঁচজন অংশ নিয়েছিল এমন প্রমাণ পেয়েছে পুলিশ। তবে হত্যার তিন দিন পেরিয়ে গেলেও এখনো এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে মামলার অন্যতম আসামি নোমান হাছনুরের অটোরিকশা জব্দ করেছে পুলিশ। এদিকে, হত্যার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সিলেটের সব ব্যাংকের কর্মকর্তারা আন্দোলনে নেমেছেন। গতকাল তারা বিশাল মানববন্ধন করেছেন। একই কর্মসূচি ঢাকায়ও পালিত হয়েছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বি এম আশরাফ উল্লাহ তাহের জানান, ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরাগুলোর ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা গেছে অটোরিকশা চালক নোমান হাছনুরসহ অন্তত ৪-৫ জন হামলায় অংশ নিয়েছেন। ফুটেজ দেখে হামলাকারী শনাক্ত করা হয়েছে। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। সোমবার সন্ধ্যায় মহানগরীর জালালাবাদ থানাধীন সাহাপুর থেকে আসামি নোমান হাছনুর অটোরিকশাটি (সিলেট থ ১২-৪২৭০) জব্দ করেছে পুলিশ। আশরাফ উল্লাহ জানান, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা ছাড়াও ইতিমধ্যে কয়েকজন প্রত্যক্ষদর্শীর জবানবন্দি নেওয়া হয়েছে। এদিকে, মওদুদ আহমদ হত্যার প্রতিবাদে ও খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে গতকাল বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছেন বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। অবিলম্বে হত্যায় জড়িতদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন তারা। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় বন্দরবাজার এলাকায় ভাড়া নিয়ে বাকবিতন্ডার হরিপুর অগ্রণী ব্যাংকের কর্মকর্তা মওদুদ আহমদকে মারপিট করে সিএনজি অটোরিকশা চালকরা। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়। রাতেই মারা যান তিনি।
শিরোনাম
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
ব্যাংক কর্মকর্তা হত্যায় অংশ নেয় পাঁচজন
অধরা অভিযুক্তরা, আন্দোলনে ব্যাংকাররা
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর