বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী বলেছেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। সামাজিক অবক্ষয় বন্ধ করতে চাই। উন্নয়নে অব্যাহত সমর্থন দিয়ে যেতে চাই। যারা দেশের বিরুদ্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মিছবাহুর রহমান চৌধুরী বলেন, দেশের সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। দেশকে অস্থিতিশীল করার জন্য দেশে-বিদেশে একদল মাফিয়ার সঙ্গে হাত মিলিয়ে কোটি কোটি টাকা খরচ করছে। এসব শত্রুকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, একসময়ের কালোবাজারি, অস্ত্র পাচারকারী, লুটেরা যারা দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল তাদের সঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন জড়িত। আগামী ৫ জুন আমাদের মহাসমাবেশ থেকে তাদের নাম প্রকাশ করব। আলজাজিরা প্রতিবেদন প্রসঙ্গে মিছবাহুর রহমান চৌধুরী বলেন, শিরোনামে প্রধানমন্ত্রীর কথা বলল। অথচ প্রতিবেদনের কোথাও প্রধানমন্ত্রীর কথা নেই। এটা উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, এখন পর্যন্ত মাদরাসাগুলোয় জাতীয় পতাকা উত্তোলন হয় না। এটা এক ধরনের গোঁয়ার্তুমি। আমরা হতাশ হয়নি। নির্দিষ্ট টার্গেট নিয়ে এগোচ্ছি। সরকারের সফলতা-ব্যর্থতা প্রসঙ্গে বলেন, সরকারের সফলতা অনেক। বিদ্যুতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে শিল্প-ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা সব ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। বড় বড় কাজ করলে সুনামের সঙ্গে কিছু দুর্নামও হবে। ওদিকে তোয়াক্কা করলে লক্ষ্যে পৌঁছানো যাবে না। সারা দেশে কর্মসংস্থান অনেক বেড়েছে। কৃষিতে নজিরবিহিন উন্নতি করেছে। পদ্মা সেতু দৃশ্যমান। সারা দেশে রাস্তাঘাট, ফ্লাইওভার তৈরি হচ্ছে। সব মিলিয়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে চলেছেন। সরকারের ব্যর্থতা প্রসঙ্গে বলেন, সামাজিক অবক্ষয়, খুন-খারাবি বেড়েছে। নৈতিকতা ভেঙ্গেঙ পড়েছে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের নির্বাচন কমিশন, অন্যান্য প্রতিষ্ঠানের দলবাজি করার কথা নয়। পক্ষপাতিত্ব করার কথা নয়। মেরুদন্ডহীন কিছু মানুষকে দিয়ে কমিশন গঠন করা হয়েছে। কমিশনগুলোর কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হচ্ছে। একদিকে সরকার বলছে আমরা নির্বাচন করছি, অন্যদিকে বিরোধী দল বলছে নির্বাচনের আগের রাতে বাক্স ভরে ফেলা হচ্ছে। যদি বিরোধী দলগুলো রুদ্ধদ্বার ষড়যন্ত্র না করে শক্তিশালীভাবে মাঠে থাকত তাহলে এমন প্রশ্ন উঠত না।
শিরোনাম
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
দুর্নীতিমুক্ত দেশ চাই
-মিছবাহুর রহমান চৌধুরী
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
তারেক রহমানের ভিশনারি নেতৃত্বে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হবে : মীর হেলাল
৫৩ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন
শিল্পখাতের নিরাপত্তা চর্চা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন