শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

৪০ লাখ ছাড়াল টিকার নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক

দেশব্যাপী চলমান করোনা টিকাদান কার্যক্রমে সাড়া দিয়ে ৪০ লাখ ৫৭ হাজার ৯০৫ জন নিবন্ধন সম্পন্ন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে এ পর্যন্ত টিকা গ্রহণ করেছেন ২৮ লাখ ৫০ হাজার ৯৪০ জন। এর মধ্যে পুরুষ ১৮ লাখ ৫৬ হাজার ২৬৫ জন ও নারী ৯ লাখ ৯৪ হাজার ৬৭৫ জন। এ পর্যন্ত টিকাগ্রহীতাদের মধ্যে ৬৯৬ জনের মধ্যে মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৮১ হাজার ৪৩৯ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ১২ হাজার ৪৮৯ জন ও নারী ৬৮ হাজার ৯৫০ জন। বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী মোট টিকাগ্রহণকারীর মধ্যে ঢাকায় ৮ লাখ ৪৫ হাজার তিনজন, ময়মনসিংহে ১ লাখ ২৬ হাজার ৬১৭ জন, চট্টগ্রামে ৬ লাখ ৩১ হাজার ৯৪ জন, রাজশাহীতে ৩ লাখ ১৭ হাজার ৯৭৮ জন, রংপুরে ২ লাখ ৬৩ হাজার ৪৬৩ জন, খুলনায় ৩ লাখ ৪৮ হাজার ৪৭৭ জন, বরিশালে ১ লাখ ৩৭ হাজার ৫৬ জন এবং সিলেট বিভাগে ১ লাখ ৮১ হাজার ২৫২ জন টিকা নেন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৬৩ হাজার ২৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ৭ হাজার ২৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩৩ হাজার ৮৬৭ জন,  রাজশাহী বিভাগে ১৮ হাজার ২১৬ জন, রংপুর বিভাগে ১৬ হাজার ৭০১ জন, খুলনা বিভাগে ২৬ হাজার ১৮৬ জন, বরিশাল বিভাগে ৮ হাজার ৫১ জন এবং সিলেট বিভাগে ৭ হাজার ৯৪১ জন টিকা নিয়েছেন।

প্রতিদিন বাড়ছে টিকা নিতে আগ্রহীদের নিবন্ধন। নিবন্ধন শেষে টিকার তারিখসহ এসএমএস আসলে নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নিচ্ছেন সবাই। কেন্দ্রে গিয়ে নিবন্ধন বন্ধ হওয়ায় কমেছে ভিড়। গতকাল শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের টিকা কেন্দ্রে গিয়ে দেখা যায় ৮টি বুথে চলছে টিকা দান। পাঁচটি বুথে পুরুষদের টিকা দেওয়া হচ্ছে এবং তিনটি বুথে নারীদের টিকা দেওয়া হচ্ছে। সুশৃঙ্খলভাবে চলছে টিকাদান। টিকা নিয়ে অপেক্ষা করছিলেন তাহেরা বেগম। তিনি বলেন, টিকা নিয়ে বিভিন্ন রকম গুজব শুনেছিলাম। কিন্তু পরে দেখলাম অনেকেই টিকা নিচ্ছে এবং তারা ভালো আছেন। এজন্য আমিও টিকা নিলাম। কোনো রকম সমস্যা হয়নি। আমি ভালো আছি।

সর্বশেষ খবর