শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

মিয়ানমারে বিক্ষোভে সেনা সমর্থকদের সশস্ত্র হামলা

প্রতিদিন ডেস্ক

মিয়ানমারে বিক্ষোভে সেনা সমর্থকদের সশস্ত্র হামলা

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী একটি ছোট বিক্ষোভের ওপর এই প্রথমবারের মতো লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে সেনা সমর্থক গুন্ডারা। তারা কয়েকজন বিক্ষোভকারীকে ধাওয়া করে। সূত্র : রয়টার্স।

গত বৃহস্পতিবার দেশটির অন্যতম বৃহৎ শহর ইয়াঙ্গুনে এ ঘটনা ঘটে। অন্যান্য দিনের মতো এদিনও এখানে বিক্ষোভের পরিকল্পনা করেছিলেন কিছু বিক্ষোভকারী। তাঁরা শহরের কেন্দ্রস্থলে অবস্থান নেওয়ার আগেই সেখানে হামলা চালায় জান্তা সমর্থকরা। সরকারের প্রায় এক হাজার অস্ত্রধারী সেখানে অবস্থান নেয়। তারা লাঠিসোঁটা নিয়ে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের ওপর দফায় দফায় হামলা চালায়। অনেকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,      এ সময় জান্তা সমর্থকরা আলোকচিত্রী সাংবাদিক, গণমাধ্যমকর্মীদের হুমকি দেয়। এ ছাড়া কয়েকজনকে ধরে ধরে পেটানো হয়। এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, কমপক্ষে দুজন ছুরিকাহত হয়েছেন। হামলার পর অধিকারকর্মী তিন জার শুন লেই ই বলেন, ‘আজকের হামলার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে কারা সন্ত্রাসী। গণতন্ত্রের জন্য সাধারণ মানুষের যে পদক্ষেপ, এতে তারা ভীত। আমরা আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যাব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর