সোমবার, ১ মার্চ, ২০২১ ০০:০০ টা

বিশ্বে মর্যাদা বাড়বে বাংলাদেশের

-আবদুল আউয়াল মিন্টু

বিশ্বে মর্যাদা বাড়বে বাংলাদেশের

স্বল্পোন্নত দেশের তালিকা বা এলডিসি থেকে উত্তরণের পর বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়বে বলে মনে করেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি আবদুুল আউয়াল মিন্টু। তার মতে, বিশ্বে আমাদের মর্যাদা বৃদ্ধির সঙ্গে খরচও বাড়বে। তাই নিজেদের পায়ে দাঁড়ানোর প্রস্তুতি এখনই নিতে হবে। ঋণ করে ঘি খাওয়া বন্ধ করতে হবে।

গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, এলডিসি হিসেবে বাংলাদেশ বিশ্ব বাজারে বেশ কিছু বাণিজ্য সুবিধা পায়। যা আমাদের রপ্তানির ক্ষেত্রে আশীর্বাদ হিসেবে কাজ করে। কিন্তু আগামীতে এই সুবিধা পাওয়া যাবে না। বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক পণ্যের ৬০ থেকে ৭০ শতাংশ কাঁচামাল আমদানি করতে হয়। আরেক গুরুত্বপূর্ণ রপ্তানি খাত ওষুধ শিল্পের কাঁচামালও আমদানিনির্ভর বাংলাদেশ। আগামীতে এই আমদানি নির্ভরতা কমাতে হবে। নিজের পায়ে দাঁড়িয়ে দেশেই কাঁচামাল উৎপাদনের প্রস্তুতি নিতে হবে। আবদুল আউয়াল মিণ্টু বলেন, এতদিন আমরা বিদেশি ঋণ নির্ভর যে বাজেট করতাম, সেখান থেকে নিজেদের উত্তোরণ ঘটাতে হবে। ঋণ করে ঘি খাওয়ার দিন শেষ হচ্ছে। তাই এখনই বাড়তি সতর্কতামূলক প্রস্তুতি নিতে হবে। অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে গণতান্ত্রিক সুশাসন অগ্রাধিকার দিতে হবে।

সর্বশেষ খবর