বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১ ০০:০০ টা
পশ্চিমবঙ্গে নির্বাচন

শিষ্য শুভেন্দুর সঙ্গে লড়ছেন মমতা

কলকাতা প্রতিনিধি

আসন্ন নির্বাচনে লড়ার জন্য আলোচিত ‘নন্দীগ্রাম’ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জি। এখানে মমতাকে লড়তে হবে এক সময়ের তারই শিষ্য এবং এখন বিজেপির হেভিওয়েট প্রার্থী রাজ্যের সাবেক পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে।

গতকাল দুপুরে হলদিয়ার    মহকুমা শাসকের দফতরে (এসডিও) নন্দীগ্রামের প্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র জমা দেন মমতা। এই মনোনয়নপত্রে চারজন প্রস্তাবক (প্রোপোজর) ছিলেন আবদুল সামাদ, স্বদেশ দাস, মহাদেব বাগ এবং সুষমা মাইতি। এই কেন্দ্রে মমতা ব্যানার্জির নির্বাচনী এজেন্ট হয়েছেন শেখ সুফিয়ান। এর আগে এদিন দুপুরে নন্দীগ্রামে শিব মন্দিরে পূজা দেন ও আরতি করেন মমতা। সেখান থেকে চলে যান হলদিয়ায়। সেখানে রোড শো করে হলদিয়ায় মহকুমা শাসকের দফতরে পৌঁছেন মুখ্যমন্ত্রী। মনোনয়নপত্র জমা দেওয়ার পর বাইরে অপেক্ষমাণ গণমাধ্যমের কর্মীদের সামনে তিনি বলেন ‘আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী, প্রশাসক, গণমাধ্যমের কর্মী- সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজ আমি মনোনয়নপত্র জমা দিলাম।’ আগামী ২৭ মার্চ থেকে মোট আট দফায় রাজ্যের ২৯৪টি আসনে নির্বাচন শুরু হচ্ছে। ১ এপ্রিল দ্বিতীয় দফায় এই নন্দীগ্রাম কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এদিকে নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে তৃণমূলের প্রার্থী মমতা ব্যানার্জি যখন মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই সকালে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে নিজের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন শুভেন্দু। তার আগে একটি পদযাত্রাতেও অংশগ্রহণ করেন তিনি। আগামী ১২ মার্চ এই কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দেবেন শুভেন্দু।

সর্বশেষ খবর