সৌদি প্রবাসী ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেওয়ার মামলায় মডেল-অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাসহ (৪০) তিনজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। এ মামলায় অন্য আসামিরা হলেন- রোমানার মা আশরাফিল ইসলাম শেলী (৫৭) এবং তার ছেলে আন্নাফি ইউসুফ ওরফে আনান (২১)। গতকাল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক মো. দুলাল হোসেন জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে আদালত জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মডেল-অভিনেত্রী রোমানাকে রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। অভিযোগ রয়েছে, রোমানা ওই প্রবাসীকে বিয়ের প্রলোভন দিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে তার কাছ থেকে এক কোটির বেশি টাকা আত্মসাৎ করেছেন। ভুক্তভোগী ওই সৌদি প্রবাসী মোহাম্মদপুর থানায় রোমানা ইসলাম স্বর্ণার বিরুদ্ধে এ অভিযোগ এনে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছেন রোমানা। তার সঙ্গে স্বর্ণার পরিচয় হয় ফেসবুকে। ওই প্রবাসীর অভিযোগের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ স্বর্ণাকে গ্রেফতার করে। জানা গেছে, আসামিদের আইনজীবী সৈয়দ মো. আকরাম হোসেন এবং অ্যাডভোকেট আবুল বাশার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের প্রত্যেককে একদিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদ ও তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শিরোনাম
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
অভিনেত্রী স্বর্ণাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর