সৌদি প্রবাসী ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেওয়ার মামলায় মডেল-অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাসহ (৪০) তিনজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। এ মামলায় অন্য আসামিরা হলেন- রোমানার মা আশরাফিল ইসলাম শেলী (৫৭) এবং তার ছেলে আন্নাফি ইউসুফ ওরফে আনান (২১)। গতকাল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক মো. দুলাল হোসেন জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে আদালত জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মডেল-অভিনেত্রী রোমানাকে রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। অভিযোগ রয়েছে, রোমানা ওই প্রবাসীকে বিয়ের প্রলোভন দিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে তার কাছ থেকে এক কোটির বেশি টাকা আত্মসাৎ করেছেন। ভুক্তভোগী ওই সৌদি প্রবাসী মোহাম্মদপুর থানায় রোমানা ইসলাম স্বর্ণার বিরুদ্ধে এ অভিযোগ এনে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছেন রোমানা। তার সঙ্গে স্বর্ণার পরিচয় হয় ফেসবুকে। ওই প্রবাসীর অভিযোগের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ স্বর্ণাকে গ্রেফতার করে। জানা গেছে, আসামিদের আইনজীবী সৈয়দ মো. আকরাম হোসেন এবং অ্যাডভোকেট আবুল বাশার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের প্রত্যেককে একদিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদ ও তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
অভিনেত্রী স্বর্ণাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর