শনিবার, ১৩ মার্চ, ২০২১ ০০:০০ টা
প্রকৃতি

সড়কে ঝরল বিপন্ন চিতাবিড়ালের প্রাণ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

সড়কে ঝরল বিপন্ন চিতাবিড়ালের প্রাণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাড়ি চাপায় একটি বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী চিতাবিড়ালের মৃত্যু হয়েছে। গতকাল ভোরে উপজেলার শ্রীমঙ্গল-শমসেরনগর সড়কের জানকিছড়া ফরেস্ট ক্যাম্পের ডলুছড়া রাস্তার পাশে এ দুর্ঘটনাটি ঘটে। রাস্তা পার হবার সময় চিতাবিড়ালটি গাড়ি চাপা পড়ে মারা যায়। খবর পেয়ে স্থানীয় বন বিভাগের লোকেরা মৃত চিতাবিড়ালটি উদ্ধার করেন। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্র্মকর্তা মো. মোতালেব হোসেন বলেন, আমরা মৃত চিতাবিড়ালটি উদ্ধার করে এনেছি। এটি একটি বিপন্ন প্রজাতি। এটাকে সংরক্ষণ করে রাখা হবে এবং একটি ইউডি মামলা করা হবে। প্রতিবেশ ও প্রাণীবৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক গবেষক পাভেল পার্থ বলেন, এটি অবশ্যই আমাদের জন্য দুঃখজনক। কারণ চিতাবিড়াল এমনিতেই আমাদের দেশে একেবারে কম। এই সড়কে প্রায়ই গাড়ি চাপায় বনের প্রাণী মারা যাওয়ার খবর আমরা পাই। এটা চলতে দেওয়া যাবে না। এর প্রতিকারে লাউয়াছড়া বনের সড়কে সিসি ক্যামেরা বসানো উচিত। একই সঙ্গে সচেতনতামূলক সাইনবোর্ড দেওয়া দরকার। সাইনবোর্ডে লেখা থাকতে হবে যে, ‘এই সড়কে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আপনারা সাবধানে গাড়ি চালান। কোনো দুর্ঘটনা ঘটলে ফুটেজ দেখে শাস্তির আওতায় আনা হবে।’ তাছাড়া এই সড়কে চলাচলকারী গাড়িগুলো যেন নির্ধারিত মাত্রার বেশি গতিতে চলাচল করতে না পারে সে বিষয়টি খেয়াল রাখতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর