অমর একুশে গ্রন্থমেলা ২০২১ শুরুর আর মাত্র বাকি তিন দিন। তাই রাজধানীর ছাপাখানাগুলোয় চলছে চরম ব্যস্ততা। বাঁধাইখানায়ও পলক ফেলার ফুরসত নেই শ্রমিকদের। এই প্রেস থেকে ওই প্রেসে দৌড়াচ্ছেন প্রকাশকরা। এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের বিস্তীর্ণ প্রান্তর ও বাংলা একাডেমিতে পুরোদমে চলছে স্টল ও প্যাভিলিয়ন নির্মাণের কাজ। হাতুড়ি, বাটালের টুংটাং শব্দে মুখর চারদিক। এ যেন এক অন্যরকম আবহ-আমেজ। করোনা মহামারীর কারণে ভাষার মাসের বইমেলা শুরু হচ্ছে স্বাধীনতার মাস মার্চে। কভিডের চোখ রাঙানিকে উপেক্ষা করে অবশেষে মেলা হচ্ছে এতেই খুশি লেখক-পাঠক ও প্রকাশকরা। ১৮ মার্চ শুরু হচ্ছে এবারের গ্রন্থমেলা। সরেজমিন রাজধানীর ফকিরেরপুল, আরামবাগ, কাঁটাবন ও বাংলাবাজারসহ বিভিন্ন এলাকার ছাপাখানায় ব্যস্ততার চিত্র লক্ষ্য করা গেছে। গত বছর মেলায় প্রায় সাড়ে ৪ হাজার বইয়ের প্রকাশ এবং ৮২ কোটি টাকার বই বিক্রি হলেও এবার সে সংখ্যা একটু নিম্নগামী হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিগত বছরগুলোর মতো এবারের মেলা নিয়েও আশাবাদী প্রকাশকরা। ছাপাখানার ব্যস্ততার বিষয়ে জানতে চাইলে ফকিরাপুলের ছাপচিত্র প্রিন্টিং প্রেসের আশিকুল বলেন, যতটা খারাপ হবে ভেবেছিলাম ততটা না। কাজ পাব কিনা এ নিয়ে সন্দিহান ছিলাম। তবে প্রত্যাশার চেয়ে বেশি কাজ পাচ্ছি। আশা করা যায় এবারের মেলাও জমে উঠবে। তবে অন্য বছরের সঙ্গে এ বছরের হিসাবটা মেলানোর সময় এখনো আসেনি। একই এলাকার আসলাম প্রিন্টিং প্রেসের মালিক আসলাম বলেন, ফেব্রুয়ারির মেলা মার্চে শুরু হচ্ছে বলে আমরা নিরাশ ছিলাম। তবে, কাজের চাপ বাড়াতে সেই শঙ্কা কেটে যাচ্ছে। অন্য বছর আমাদের ব্যস্ততা একটু আগে শুরু হতো। এ বছর একটু পরে শুরু হচ্ছে- পার্থক্য এটুকুই। কাঁটাবনের কবির প্রেসের কর্মচারী সুমন বলেন, আমাদের কাজের চাপ বাড়ছে। এ চাপ পুরো মেলা চলাকালীন থাকবে বলেই আমার বিশ্বাস। কারণ মেলার শেষ দিনও অনেক প্রকাশক বই বের করেন। যে কারণে আমাদের ছাপাখানায় মেলার শেষ দিন পর্যন্ত কাজ চলে। করোনার কারণে গত এক বছর দেশের অবস্থা খুবই করুণ। এ পরিস্থিতিতে মেলা হচ্ছে এটিই বা কম কিসে? প্রতিদিনই আমাদের ব্যস্ততা বাড়ছে। ফকিরেরপুলের প্রেস মালিক রফিক বলেন, ছাপার কাজ ইতিমধ্যে শুরু করেছি। আশা করছি দিন যত যাবে ব্যস্ততাও তত বাড়বে। কাঁটাবনের বাঁধাইখানার মালিক কাইয়ুম বলেন, প্রেসের কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাঁধাইয়ের কাজও শুরু হয়েছে। ছাপাখানায় কাজের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের কাজের চাপও বেড়েছে। বর্তমানে খুবই ব্যস্ত সময় পার করছি। মেলার শেষ দিন পর্যন্ত এ ব্যস্ততা থাকবে বলে আশাবাদী। করোনার কারণে ব্যবসায় একটু প্রভাব তো পড়বেই। তবে যতটা আশঙ্কা করেছিলাম ততটা নয়।
শিরোনাম
- অন্য দেশের সরকার পরিবর্তনের মার্কিননীতি শেষ হয়েছে: তুলসী গ্যাবার্ড
- উত্তরা ইপিজেডের চার কারখানা মঙ্গলবার থেকে চালু
- বাঁশখালীতে পরিত্যক্ত ঘরে মিলল অটোরিকশা চালকের মরদেহ
- যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার টন গম
- এক বছরে এফডিআইয়ে রেকর্ড : বিডা
- ভারতে বিমান দুর্ঘটনায় একমাত্র বেঁচে থাকা রমেশের হৃদয়বিদারক গল্প
- শাহরুখের ‘কিং’-এ দীপিকা, সুহানা ছাড়াও আরও যারা থাকবে
- ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনা আরও শক্তভাবে গড়ে তোলা হবে: ইরান
- স্ত্রীসহ শ. ম রেজাউলের আয়কর নথি জব্দ
- স্ত্রী-কন্যাসহ আ হ ম মোস্তফা কামালের আয়কর নথি জব্দ
- ৩ দিনের রিমান্ডে ক্যাসিনো সেলিম
- নারায়ণগঞ্জ জেলা প্রশাসনে ১১২ টাকার ফিতে চাকরি পেলেন ১৪ জন
- ঢাকায় জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজকে সংবর্ধনা দিল বিজিসিসিআই
- অভিনব কায়দায় মদ পাচার, জব্দ করলো বিজিবি
- ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২
- ফেব্রুয়ারির নির্বাচন যেন বিতর্কিত না হয় : বৃহত্তর সুন্নী জোট
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- সিলেট থেকে নিখোঁজ ৪ শিশু রাজধানীতে উদ্ধার
- জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা