রবিবার, ১৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

পৌরসভা ও ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন

নিজস্ব প্রতিবেদক

প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৫০টি ইউনিয়নের দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। একই সঙ্গে ১১ পৌরসভা ও একটি উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

গতকাল সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব প্রার্থী চূড়ান্ত করা হয়। বাকি ১২১ ইউপিতে প্রার্থী চূড়ান্ত করতে আগামীকাল সোমবার আবার মুলতবি সভা অনুষ্ঠিত হবে। গতকাল রাতে দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১১ পৌরসভায় নৌকা পেলেন যারা : ষষ্ঠ ধাপের ১১ পৌরসভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এতে চট্টগ্রাম বিভাগের কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভায় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আবদুল মালেক। চট্টগ্রামের বোয়ালখালীতে জহুরুল ইসলাম, নোয়াখালীর কবিরহাটে জহিরুল হক রায়হান, ফেনীর সোনাগাজীতে রফিকুল ইসলাম খোকন, কক্সবাজারের মহেশখালীতে মকসুদ মিয়া, চকরিয়ায় আলমগীর চৌধুরী। ঢাকা বিভাগের ফরিদপুরের ভাঙ্গায় এ এফ এম ডি রেজা। রংপুর বিভাগের পঞ্চগড়ের দেবীগঞ্জে গিয়াসউদ্দিন চৌধুরী, দিনাজপুরের সেতাবগঞ্জে মো. আসলাম। খুলনা বিভাগের যশোরের অভয়নগরে সুশান্ত কুমার দাস।

ইউপিতে প্রার্থী হলেন যারা : রংপুরের পীরগাছায় কল্যাণীতে নুর আলম, বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় আবদুর রাজ্জাক টিপু, খুলনার কয়রার আমাদিতে জিয়াউর রহমান, বাগালীতে আবদুস সামাদ গাজী, মহেশ্বরীপুরে শাহনেওয়াজ শিকারী, মহারাজপুরে আবদুল্লাহ আল মামুন, কয়রায় বাহারুল ইসলাম, উত্তর বেদকাশীতে নুরুল ইসলাম সরদার, দক্ষিণ জি এম কবি শামছুর রহমান, খুলনার দাকোপের পানখালীতে শেখ আবদুল কাদের, দাকোপে বিনয় কৃষ্ণ রায়, লাউডোবে শেখ যুবরাজ, কৈলাশগঞ্জে মিহির মন্ডল, সুতারখালীতে মাসুম আলী ফকির, কামারখোলাতে পঞ্চানন কুমার মন্ডল, তিলডাঙ্গায় রণজিৎ কুমার মন্ডল, বাজুয়াতে মানস কুমার রায়, বানিশান্তায় সুবেদ কুমার রায়। বটিয়াঘাটার বালিয়াডাঙ্গায় মুশিবর রহমান শেখ, গঙ্গারামপুরে শেখ মো. হাদি-উদ জামান, আমিরপুরে জি এম মিলন, পাইকগাছার হরিঢালীতে শেখ বেনজির আহমেদ বাচ্চু, কপিলমুনিতে কওছার আলী জোয়ার্দার, লতায় কাজল কান্তি বিশ্বাস, দেলুটিতে রিপন কুমার মন্ডল, সোলাদানাতে আবদুল মান্নান গাজী, লস্করে কে এম আরিফুজ্জামান, গদাইপুরে শেখ জিয়াদুল ইসলাম জিয়া, রাড়ুলীতে আবুল কালাম আজাদ, চাঁদখালীতে মনছুর গাজী, গড়ইখালীতে রুহুল আমিন বিশ্বাস। দিঘলিয়ায় গাজীরগাটে কামাল উদ্দিন সিদ্দিকী হেলাল, বারাকপুরে গাজী জাকির হোসেন, সেনহাটিতে ফারহানা নাজনীন, দিঘলিয়াতে ফিরোজ মোল্যা, আড়ংঘাটায় মফিজুর রহমান, যোগীপুরে শেখ আনিছুর রহমান। বাগেরহাটের ফকিরহাটের বেতাগায় ইউনুচ আলী শেখ, লখপুরে এমডি সেলিম রেজা, পিলজংগে মোড়ল জাহিদুল ইসলাম, ফকিরহাটে শিরীন আক্তার, বাহিরদিয়া মানসায় রেজাউল করিম ফকির, নলধা মৌভাগে সরদার আমিনুর রশিদ, শুভদিয়ায় ফারুকুল ইসলাম, মোল্লারহাটের উদয়পুরে এস কে হায়দার মামুন, চুনখোলায় মনোরঞ্জন পাল, কুলিয়ায় মিজানুর রহমান মোল্লা, গাওলায় শেখ রেজাউর কবির, কোদালিয়ায় শেখ রফিকুল ইসলাম, আটজুড়িতে মনিরুজ্জামান মিয়া, চিতলমারীর বাড়বাড়িয়াতে মাসুম সরদার, কলাতলায় বাদশা মিয়া, হিজলায় কাজী আবু সাহিন, শিবপুরে অলিউজ্জামান, চিতলমারীতে নিজাম উদ্দিন শেখ, চরবানিয়ারীতে অর্চনা দেবী বড়াল ঝর্ণা, সন্তোষপুরে বিউটি আক্তার। বাগেরহাট সদরের কাড়াপাড়ায় শেখ মহিতুর রহমান পল্টন, বেমরতায় মনোয়ার হোসেন টগর, বিষ্ণুপুরে এমডি মাসুদ রানা, বারুইপাড়ে হায়দার আলী মোড়ল, খানপুরে ফকির ফহম উদ্দিন, রাখালগাছিতে শেখ আবু শামীম, ডেমায় মনি মল্লিক। কচুয়ার গজালিয়ায় এস এম নাসির উদ্দিন, ধোপাখালীতে মকবুল হোসেন, মঘিয়ায় পংকজ কান্তি অধিকারী, কচুয়ায় শিকদার হাদিউজ্জামান, গোপালপুরে এস এম আবু বক্কর সিদ্দিক, রাঢ়ীপাড়ায় নাজমা আকতার, বাধালে নকীব ফয়সাল অহিদসহ মোট ২৫০ ইউপিতে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর