চাঁপাইনবাবগঞ্জের আম রপ্তানিকারক ও আম ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো. আনোয়ার হোসেন।
আজ মঙ্গলবার (২০ মে) দুপুরে চেম্বারের বোর্ডরুমে এই সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার।
চেম্বার সভাপতি মো. আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক মো. শাহজালাল, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম, সহ-সভাপতি আখতার হোসেন রিমন, আম রপ্তানিকারক ইসমাইল হোসেন খান শামীম, বাগান মালিক আহসান হাবিব প্রমুখ।
সভায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বিদেশে আম রপ্তানিসহ ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এর আগে তিনি জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন আমবাগান পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/জামশেদ