চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ (এনসিটি) বিভিন্ন টার্মিনাল বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দর এলাকায় মশালমিছিল করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বন্দর শাখা।
গতকাল সন্ধ্যায় মিছিলটি ১২ নম্বর এলাকা থেকে কাস্টমস হয়ে বন্দর নতুন মার্কেটে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বন্দর শাখা শ্রমিক দল নেতা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন শ্রমিক দল নেতা মোজাহের হোসেন। বক্তব্য দেন আবুল কালাম, আনোয়ারুল আজিম, এজহার মিয়া, আবদুল হাই প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনালটি বর্তমানে একটি দেশি প্রতিষ্ঠান পরিচালনা করছে। বন্দরের আয়ের বড় একটি অংশ এখান থেকে আসে। টার্মিনালটিতে প্রয়োজনীয় সব সরঞ্জাম রয়েছে। এসব সরঞ্জাম ব্যবহার করে আমাদের দেশি প্রতিষ্ঠানগুলোই এটি পরিচালনা করতে সক্ষম। এর পরও এনসিটি বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া হলে বন্দরে আয় কমবে। বিদেশিরা বিপুল পরিমাণ ডলার নিয়ে যাবে। তাই এ টার্মিনাল বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানান তাঁরা। প্রয়োজনে ওপেন টেন্ডারে দেশি প্রতিষ্ঠানগুলোর কাছে প্রতিযোগিতার মাধ্যমে এ টার্মিনাল পরিচালনার ভার দেওয়া হোক বলে দাবি তোলা হয় সমাবেশ থেকে।