গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদক মাসুদ রানার বাড়ি থেকে হাসান আলী (৪৫) নামে এক জুতা ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গাইবান্ধা সদরের বল্লমঝাড় ইউনিয়নের নারায়াণপুর গ্রামে মাসুদ রানার বাড়ি থেকে গতকাল দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে। হাসান আলী লালমনিরহাট জেলার মৃত হযরত আলীর ছেলে। তিনি এক সময় গাইবান্ধা শহরের স্টেশন রোডে ‘আফজাল সুজ’ নামে জুতার দোকান পরিচালনা করতেন। মৃত হাসান আলীর ভায়রা মামুনুর রশিদ জানান, হাসান আলী গাইবান্ধায় জুতার ব্যবসা করতেন এবং শহরের থানাপাড়ায় থাকতেন। ব্যবসা ছেড়ে দেওয়ার পর লালমনিরহাটের বাড়িতে চলে যান। মাসুদ রানা এলাকায় সুদের ব্যবসা করেন। তার সঙ্গে আর্থিক লেনদেনের জের ধরে হাসানকে গত ৫ মার্চ মোবাইল ফোনে লালমনিরহাট থেকে গাইবান্ধায় ডেকে আনেন মাসুদ রানা। হাসানের কাছে কোনো সময় ৫ লাখ কোনো সময় ১৯ লাখ ৩২ হাজার টাকা পাবেন বলে দাবি করে তাকে নিজ বাড়িতে আটকে রাখেন মাসুদ। পরে ৬ মার্চ হাসান আলীর স্ত্রী বীথি বেগম গাইবান্ধা থানায় অভিযোগ দায়ের করলে সে নিয়ে থানায় বৈঠকও হয়। কিন্তু আজ (গতকাল) সকাল ১০টার দিকে তারা খবর পান মাসুদ রানার বাড়িতে হাসানের মৃতদেহ ঝুলছে। মামুনুর রশিদের দাবি, মাসুদ রানা হাসানকে মেরে ঝুলিয়ে রেখেছে। গাইবান্ধা সদর থানার ওসি মাহফুজার রহমান বলেন, আর্থিক লেনদেনের দ্বন্দ্বে এমন ঘটনা ঘটতে পারে। আর্থিক লেনদেন নিয়ে থানায় ইতিপূর্বে উভয় পক্ষকে নিয়ে একটি বৈঠক হয়েছিল। এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাসুদ রানাকে আটক করা হয়েছে।
শিরোনাম
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর