শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
করোনা

মানিকগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন শামসুজ্জামান খানের

সাংস্কৃতিক প্রতিবেদক

মানিকগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন শামসুজ্জামান খানের

গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইরের চারিগ্রামে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন বাংলা একাডেমির সভাপতি ও সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। গত বুধবার দুপুরে তাঁর দাফন সম্পন্ন হয়। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার গভীর                রাতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এর আগে গত ৮ এপ্রিল তিনি করোনায় আক্রান্ত হন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। পরে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদসহ বিশিষ্ট ব্যক্তি ও তাঁর দীর্ঘদিনের কর্মস্থল বাংলা একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠান। দেশের লোকসাহিত্যে তাঁর রয়েছে অনন্য ভূমিকা। মুন্সীগঞ্জের হরগঙ্গা কলেজে শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন শামসুজ্জামান খান। এরপর জগন্নাথ কলেজ (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (১৯৬৮-৭৩) এবং বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের (১৯৯৯-২০০১) শিক্ষক ছিলেন। ২০০৯ সালে তিনি বাংলা একাডেমির মহাপরিচালক হন। তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে শামসুজ্জামান খান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু চেয়ার’-এর অধ্যাপক পদে নিয়োগ পান। শিল্প-সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বাংলা একাডেমি পদক, একুশে পদক ও স্বাধীনতা পদক অর্জন করেন।

সর্বশেষ খবর