বগুড়ার শেরপুরে কাজের খোঁজে আসা স্বামীপরিত্যক্তা এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন। তার চিৎকারে আশপাশের লোকজন এসে তিন ধর্ষককে হাতেনাতে আটক করেন। গণধোলাই দিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় গতকাল দুপুরে শেরপুর থানায় ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করেন। আটকরা হলেন উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া হঠাৎপাড়া গ্রামের আবদুস সামাদের ছেলে মামুন প্রামাণিক (৩৫), আবুল শেখের ছেলে আবদুল খালেক (২৮) ও পৌরশহরের উত্তর সাহাপাড়ার সাইফুল সরকারের ছেলে সোহাগ সরকার (২২)। মামলাসূত্রে জানা যায়, জেলার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের গোসাইবাড়ী চিতুলিয়া গ্রামের ওই নারী বাসাবাড়িতে কাজের খোঁজে বৃহস্পতিবার বিকালে শেরপুর শহরে আসেন। অনেক বাড়িতে কাজের খোঁজ করেন। রাত নেমে এলে বাড়ি ফেরার উদ্দেশ্যে ধুনট মোড়ে সিএনজি অটোরিকশাস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। রাত ৮টার সময় আটক ব্যক্তিরা তাকে বাগড়া হঠাৎপাড়া গ্রামের একটি বাড়িতে কাজের সন্ধান দেন। ব্যাটারিচালিত একটি অটোরিকশাযোগে সেখানে তাকে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছার পর ওই বাড়িতে তাকে না নিয়ে একটি পুকুরপাড়ে নিয়ে যান তারা। সেখানে হত্যার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করতে থাকেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে ধর্ষকদের হাতেনাতে আটক করেন। সংবাদ পেয়ে পুলিশ এসে তাদের নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, গণধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে গতকাল দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সঙ্গে মামলায় অভিযুক্ত ধৃত তিনজনকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শিরোনাম
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
শেরপুরে তরুণীকে গণধর্ষণ, তিনজন আটক
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর