আসছে ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটে ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশে নামিয়ে আনার পরামর্শ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মো. ফরিদ উদ্দিন। তিনি বলেছেন, বাস্তবতা মেনে নিয়ে ভ্যাটের হার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করে, তা তিনটি স্তরে বাস্তবায়ন করা উচিত। এতে রাজস্ব আয় বাড়বে। এবার সংকুচিত বাজেট প্রণয়নের পরামর্শ দিয়ে তিনি বলেন, আগামী বাজেট অযৌক্তিক রাজস্ব টার্গেটে প্রবৃদ্ধি হবে না। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এনবিআরের ভ্যাট ও শুল্ক বিভাগের সাবেক সদস্য মো. ফরিদ উদ্দিন। রাজস্ব প্রশাসনের অভিজ্ঞ এই কর্মকর্তা মহামারী করোনাভাইরাসের চলমান বাস্তবতা তুলে ধরে বলেন, এবারের বাজেট খুব সতর্কভাবে করতে হবে। কারণ মহামারী করোনাভাইরাসের ভয়াবহ প্রভাবে দেশের মানুষের আয় কমে গেছে। ফলে বাজেটের আকারও কমাতে হবে। এখন বড় বাজেট তৈরির সময় নয়। বড় রাজস্ব আয়ের টার্গেট এ বাজেটে করা যাবে না। তিনি বলেন, বিপর্যস্ত স্থানীয় শিল্পে কিছুটা রাজস্ব ছাড় দিতে হবে। ভ্যাটের হার কমাতে হবে। দেশের চলমান অর্থনৈতিক বাস্তবতায় ১৫ শতাংশ হারে ভ্যাট হতে পারে না। তাই ভ্যাটের হার কমিয়ে সর্বোচ্চ ৭ শতাংশ করা উচিত। একই সঙ্গে এই ভ্যাট একাধিক স্তর হতে পারে। এ ক্ষেত্রে সর্বোচ্চ দুই থেকে তিন স্তরের ভ্যাট হার হতে পারে। গরিব মানুষের খাবারে ২ শতাংশের বেশি ভ্যাট আরোপ উচিত হবে না। এনবিআরের সাবেক এই সদস্য বলেন, এবারের বাজেটে অগ্রিম আয়কর বা এআইটি প্রত্যাহার করা উচিত। ব্যবসা প্রতিষ্ঠানের উৎসে কর কমাতে হবে। সেবা খাতে করপোরেট কর ৩৫ শতাংশই রাখা উচিত। সব মিলিয়ে এবারের বাজেটে ভ্যাট ও কর দুটোই কমাতে হবে। এটি যৌক্তিকভাবে করতে পারলে রাজস্ব আয় বাড়বে। ফরিদ উদ্দিন বলেন, ‘বর্তমানে আমাদের রাজস্ব টার্গেট অযৌক্তিক। আমি মনে করি, চলতি অর্থবছরে আদায় হওয়া রাজস্বের ওপর ১০ শতাংশের বেশি প্রবৃদ্ধি ধরা ঠিক হবে না। কিন্তু বাজেটে ৪০ থেকে ৫০ শতাংশ প্রবৃদ্ধি নাটকীয় ছাড়া কিছু হবে না। পাশাপাশি রাজস্ব বাজেটে চাপ কমাতে উন্নয়ন প্রকল্প কিছুটা কমিয়ে আনতে হবে।’
শিরোনাম
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
ভ্যাট কমান, অযৌক্তিক টার্গেটে প্রবৃদ্ধি হবে না
মো. ফরিদ উদ্দিন
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর