আসছে ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটে ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশে নামিয়ে আনার পরামর্শ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মো. ফরিদ উদ্দিন। তিনি বলেছেন, বাস্তবতা মেনে নিয়ে ভ্যাটের হার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করে, তা তিনটি স্তরে বাস্তবায়ন করা উচিত। এতে রাজস্ব আয় বাড়বে। এবার সংকুচিত বাজেট প্রণয়নের পরামর্শ দিয়ে তিনি বলেন, আগামী বাজেট অযৌক্তিক রাজস্ব টার্গেটে প্রবৃদ্ধি হবে না। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এনবিআরের ভ্যাট ও শুল্ক বিভাগের সাবেক সদস্য মো. ফরিদ উদ্দিন। রাজস্ব প্রশাসনের অভিজ্ঞ এই কর্মকর্তা মহামারী করোনাভাইরাসের চলমান বাস্তবতা তুলে ধরে বলেন, এবারের বাজেট খুব সতর্কভাবে করতে হবে। কারণ মহামারী করোনাভাইরাসের ভয়াবহ প্রভাবে দেশের মানুষের আয় কমে গেছে। ফলে বাজেটের আকারও কমাতে হবে। এখন বড় বাজেট তৈরির সময় নয়। বড় রাজস্ব আয়ের টার্গেট এ বাজেটে করা যাবে না। তিনি বলেন, বিপর্যস্ত স্থানীয় শিল্পে কিছুটা রাজস্ব ছাড় দিতে হবে। ভ্যাটের হার কমাতে হবে। দেশের চলমান অর্থনৈতিক বাস্তবতায় ১৫ শতাংশ হারে ভ্যাট হতে পারে না। তাই ভ্যাটের হার কমিয়ে সর্বোচ্চ ৭ শতাংশ করা উচিত। একই সঙ্গে এই ভ্যাট একাধিক স্তর হতে পারে। এ ক্ষেত্রে সর্বোচ্চ দুই থেকে তিন স্তরের ভ্যাট হার হতে পারে। গরিব মানুষের খাবারে ২ শতাংশের বেশি ভ্যাট আরোপ উচিত হবে না। এনবিআরের সাবেক এই সদস্য বলেন, এবারের বাজেটে অগ্রিম আয়কর বা এআইটি প্রত্যাহার করা উচিত। ব্যবসা প্রতিষ্ঠানের উৎসে কর কমাতে হবে। সেবা খাতে করপোরেট কর ৩৫ শতাংশই রাখা উচিত। সব মিলিয়ে এবারের বাজেটে ভ্যাট ও কর দুটোই কমাতে হবে। এটি যৌক্তিকভাবে করতে পারলে রাজস্ব আয় বাড়বে। ফরিদ উদ্দিন বলেন, ‘বর্তমানে আমাদের রাজস্ব টার্গেট অযৌক্তিক। আমি মনে করি, চলতি অর্থবছরে আদায় হওয়া রাজস্বের ওপর ১০ শতাংশের বেশি প্রবৃদ্ধি ধরা ঠিক হবে না। কিন্তু বাজেটে ৪০ থেকে ৫০ শতাংশ প্রবৃদ্ধি নাটকীয় ছাড়া কিছু হবে না। পাশাপাশি রাজস্ব বাজেটে চাপ কমাতে উন্নয়ন প্রকল্প কিছুটা কমিয়ে আনতে হবে।’
শিরোনাম
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- মুন্সীগঞ্জ থেকে পাসপোর্ট নিয়ে পরিবারের সঙ্গে ইতালি গেল বিড়াল ‘ক্যান্ডি’
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
- অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা
ভ্যাট কমান, অযৌক্তিক টার্গেটে প্রবৃদ্ধি হবে না
মো. ফরিদ উদ্দিন
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর